ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান আকাশ ছোঁয়া সম্পর্কের পরও প্রতিরক্ষা চুক্তি করতে এত তড়িঘড়ি করছে কেন। বললেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার দুপুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বর্তমান সরকারের সময় বাংলাদেশ-ভারত সম্পর্ক নাকি সর্বোচ্চ শিখরে রয়েছে। তাহলে তড়িঘড়ি করে কেন বাংলাদেশের সঙ্গে সামরিক চুক্তি করতে চায়? এর পেছনের রহস্য কী?
তিনি বলেন, প্রধানমন্ত্রীর দিল্লি সফরে দেশটির নীতিনির্ধারকরা অনেক খুশি। কারণ ভারত না চাইতেই অনেক কিছু পায়। দিল্লি নিতে জানে কিন্তু দিতে জানে না। তারা প্রায় বিনামূল্যে ট্রানজিট, সমুদ্রবন্দর ব্যবহারের অনুমতি পেয়েছে।
কিন্তু দুই দেশের মধ্যে ৫৪টি অভিন্ন নদীর পানি বণ্টনের ন্যায্য হিস্যা বাংলাদেশ আজও পায়নি। অন্যদিকে একতরফাভাবে নদীর পানি প্রত্যাহার করে নিচ্ছে। এ সফরে অনেক চুক্তির কথা আলোচনা হলেও তিস্তা নিয়ে কোনো আলোচনা নেই।
বিএনপি নেতা বলেন, বাংলাদেশের নিরাপত্তাকে হুমকির মুখে ঠেলে দেয়া কোনো প্রতিরক্ষা চুক্তি এদেশের মানুষ মেনে নেবে না।
এইচটি/