২৫ মার্চ কাল রাতে কোনও আলোকসজ্জা নয়

আরটিভি নিউজ

সোমবার, ২২ মার্চ ২০২১ , ০৪:২৬ পিএম


No lighting on the night of March 25th
ফাইল ছবি

আগামী ২৫ মার্চ কাল রাতে কোনও আলোকসজ্জা করা যাবে না। আজ সোমবার (২২ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তথ্য বিবরণীতে জানানো হয়েছে, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনার জন্য এই নিয়মগুলো মানতে হবে। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।

আরও পড়ুন...
গোপনে ভারত-পাকিস্তান মধ্যস্থতা করতে দিল্লিতে আমিরাতের কূটনীতিক

বিজ্ঞাপন

সেখানে বলা হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবসে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট  (বিদ্যুৎহীন)’ পালন করা হবে। তবে কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) ও জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। ২৫ মার্চ গণহত্যা দিবসের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুল বাগানের কোনোরূপ ক্ষতিসাধন না করার জন্য সবাইকে আহবান জানানো হয়েছে। গাবতলি থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো সীমিত রাখতে হবে। এসব সড়কে কোনোভাবেই ত্রিমাত্রিক বা বক্স আকারে তোরণ তৈরি করা যাবে না। 

আরও পড়ুন...
নতুন দুই ভিসা চালু করলো আরব আমিরাত

বিজ্ঞাপন

এমআই

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission