আগামী ২৫ মার্চ কাল রাতে কোনও আলোকসজ্জা করা যাবে না। আজ সোমবার (২২ মার্চ) এক সরকারি তথ্য বিবরণীতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য বিবরণীতে জানানো হয়েছে, সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনার জন্য এই নিয়মগুলো মানতে হবে। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।
আরও পড়ুন...
গোপনে ভারত-পাকিস্তান মধ্যস্থতা করতে দিল্লিতে আমিরাতের কূটনীতিক
সেখানে বলা হয়েছে, ২৫ মার্চ গণহত্যা দিবসে রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট (বিদ্যুৎহীন)’ পালন করা হবে। তবে কেপিআই (গুরুত্বপূর্ণ স্থাপনা) ও জরুরি স্থাপনা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে। ২৫ মার্চ গণহত্যা দিবসের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুল বাগানের কোনোরূপ ক্ষতিসাধন না করার জন্য সবাইকে আহবান জানানো হয়েছে। গাবতলি থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো সীমিত রাখতে হবে। এসব সড়কে কোনোভাবেই ত্রিমাত্রিক বা বক্স আকারে তোরণ তৈরি করা যাবে না।
আরও পড়ুন...
নতুন দুই ভিসা চালু করলো আরব আমিরাত
এমআই