ঢাকামঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ৩১ আষাঢ় ১৪৩২

কেক কাটলেন না খালেদা জিয়া

সোমবার, ১৫ আগস্ট ২০১৬ , ০১:৩২ পিএম


loading/img

দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে মৌখিক শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তবে ছিল না কোন আনুষ্ঠানিকতা।  তাদের ভাষ্যমতে সোমবার খালেদা জিয়ার ৭২ তম জন্মদিন।

বিজ্ঞাপন

দলীয় সূত্র জানায়, নেতা-কর্মীদের কেউ কেউ ফুল ও ফুলের তোড়া নিয়ে এসেছিলেন। সেগুলো কার্যালয়ের প্রবেশ ফটকেই রেখে যেতে বলা হয়।

স্থায়ী কমিটির কমিটির সদস্য মওদুদ আহমদ ফুল নিয়ে ঢুকতে চান। নিরাপত্তা কর্মীরা বলেন, ম্যাডাম ফুল নিয়ে যেতে নিষেধ করেছেন। মওদুদ হাতে থাকা ফুলের তোড়া ফটকে নিরাপত্তা কর্মীদের কাছে দিয়ে যান।

বিজ্ঞাপন

আরো বেশ কয়েকজন নেতাকে নিজের গাড়িতে ফুল রেখে কার্যালয়ে ঢুকতে দেখা গেছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছিল, দেশের বন্যা পরিস্থিতি, সরকার কর্তৃক দলের নেতা-কর্মীদের জেল-জুলম-নির্যাতনের বিষয়গুলো বিবেচনায় নেত্রীর এমন সিদ্ধান্ত।

উল্লেখ্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকীর দিনে জন্মদিন পালন করে বেশ কয়েক বছর ধরে সমালোচনার শিকার হন খালেদা জিয়া।

বিজ্ঞাপন

রাত সাড়ে ১০টায় খালেদা জিয়া গুলশান কার্যালয়ে এসে পৌঁছালে শতাধিক কর্মী তাকে শুভেচ্ছা জানান। হাত নেড়ে কর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর কার্যালয়ে ঢোকেন তিনি। রাত সোয়া ১২টার দিকে কার্যালয় থেকে বেরিয়ে বাসায় চলে যান।

বিজ্ঞাপন

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |