আফগানিস্তানে জঙ্গিবিরোধী অভিযানে গেলো ২৪ ঘণ্টায় অন্তত ৪৬ জঙ্গি নিহত হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপন
মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, ‘গেলো ২৪ ঘণ্টায় আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী পাঁচটি প্রদেশে সাতটি সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে। এতে ৪৬ সশস্ত্র জঙ্গি নিহত এবং অপর ২১ জন আহত হয়েছে। অভিযানে অস্ত্র উদ্ধার করা হয়।
বিবৃতিতে আরো বলা হয়, নানগরহার প্রদেশের আচিন জেলা, হেরাতের গোরিয়ান জেলা, জাওযানের দারজাব জেলা, উরুজগানের তিরিনকোত জেলা ও সারি পুল প্রদেশের সায়াদ জেলায় অভিযানগুলো চালানো হয়।
বিজ্ঞাপন
এপি/ সি