ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বর্ষবরণ অনুষ্ঠানে বিদেশিরা

আরটিভি অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৪ এপ্রিল ২০১৭ , ০৫:০৯ পিএম


loading/img

বাংলা নববর্ষকে বরণ করে নিলেন বিদেশিরাও। বাঙালিদের প্রাণের এ উৎসবে মিলেমিশে একাকার হলেন তারাও।

বিজ্ঞাপন

রাজধানীতে বর্ষবরণের সবচেয়ে বড় আয়োজন ‘মঙ্গল শোভাযাত্রা’ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায়। এতে শামিল হতে দেখা গেলো ভিনদেশিদের।

অনেক বিদেশিকে দেখা গেলো বাঙালির সাজে। নারীদের কাউকে দেখা গেলো লাল-সাদা শাড়িতে। হাতে চুড়ি পরা বিদেশিনিকেও। ফুলেও সেজেছেন অনেকেই।

বিজ্ঞাপন

বিদেশিদের বাঙালি সাজে দেখে অনেকেই তাদের সঙ্গে কথা বললেন। সেলফিও তুললেন।

জাপানের সুকিও জি ও আমেরিকার রিচার্ড ক্যাস্টলকে মঙ্গল শোভাযাত্রার ছবি তুলতে দেখা গেলো।

বিজ্ঞাপন
Advertisement

তারা বললেন, মঙ্গল শোভাযাত্রার নানা রঙের মুখোশ, বাঘ, ফুল, পাখির প্রতিকৃতি তাদের ভালো লেগেছে। বন্ধুদের দেখাবো বলে বেশ কিছু ছবি তুলেছি।

শাড়ি পরা কানাডিয়ান নারী জ্যাসি স্টুয়ার্ড বললেন, আমার শাড়ি ভালো লাগে তাই শাড়ি পরেছি। আমি শাড়ি পরা শিখেছি। আমার সংগ্রহে অনেক রংয়ের শাড়ি রয়েছে। অন্য সবার মতো আজ আমিও শাড়ি পরেছি।

বেলারুশের পঞ্চাশোর্ধ জেসিফা মিলানা বলেন, ইংরেজি বর্ষবরণ উদযাপন অনেক সুন্দর। তবে তার সঙ্গে বাংলা বর্ষবরণের অনেক তফাৎ রয়েছে। এই সংস্কৃতি এখানকার মানুষ বহু বছর ধরে লালন করছে।

জেসিফার সঙ্গী সুইডিশ মিলান স্টুয়ার্ড। তিনি বলেন, আমি গেলো রাত থেকেই উদগ্রীব ছিলাম মঙ্গল শোভাযাত্রায় অংশ নেবার জন্য।

তিনি বলেন, আমি অনেক দেশের ঐতিহ্যবাহী উৎসবগুলোতে অংশ নিয়েছি। এতো কালারফুল, কালচার্ড এবং আবেগী উৎসব খুব কমই দেখেছি।

তিনি আরো বলেন, পয়লা বৈশাখ, মঙ্গল শোভাযাত্রা, রবীন্দ্রনাথ-নজরুল সম্পর্কে আমি ইন্টারনেটে অনেক পড়েছি। এখন এসব দেখে যাব। ভালো লাগছে।

কে/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |