ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

ঈদের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১১ মে ২০২১ , ০২:৩৮ পিএম


loading/img
জনপ্রশাসন মন্ত্রণালয়

এবার ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (১৩ মে) থেকে। ঈদের ছুটি থাকবে তিনদিন। সে হিসেবে শনিবার (১৫) পর্যন্ত ঈদের ছুটি থাকবে। 

বিজ্ঞাপন

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন মঙ্গলবার (১১ মে) এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এর আগে অনেকে বুধবার থেকে ঈদের ছুটি মনে করে প্রস্তুতি নিলেও আসলেও সেটি হচ্ছে না। তবে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় ১৬ মে পর্যন্ত বিধিনিষেধ চলবে। গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন। তিন দিনের বেশি কেউ ঈদের ছুটি কাটাতে পারবেন না।
পি
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |