প্রধানমন্ত্রীর কাছে সিবিএ ও ব্যবসায়ীদের অনুদান প্রদান (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৬ মে ২০১৭ , ০৮:৫৬ এএম


প্রধানমন্ত্রীর কাছে সিবিএ ও ব্যবসায়ীদের অনুদান প্রদান (ভিডিও)

প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সিবিএ ও ব্যবসায়ীদের পক্ষ থেকে অনুদানের চেক প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

এরমধ্যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স (বিএবি) ১৩৬ কোটি ২০ লাখ টাকা অনুদান হিসেবে তিনটি স্বেচ্ছাসেবী সংস্থাকে সহযোগিতার জন্য প্রদান করেছে।

এই সংগঠনগুলো হচ্ছে- জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড এবং প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ হোসেনের প্রতিবন্ধীদের সাহায্যার্থে পরিচালিত সূচনা ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

সোমবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ৩৭টি ব্যাংকের প্রতিনিধিরো এই অনুদানের চেক প্রদান করেন।

এরমধ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টকে ৫৭ কোটি ৪৫ লাখ, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টকে ৫০ কোটি ২৫ লাখ এবং সূচনা ফাউন্ডেশনকে ২৮ কোটি ৫০ লাখ টাকা প্রদান করা হয়।

ব্যাংক অ্যাসোসিয়েশনের সদস্যদের মধ্যে ইসলামী ব্যাংক সর্বোচ্চ ১৫ কোটি, ন্যাশনাল ব্যাংক দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি এবং ৯টি ব্যাংক ৫ কোটি করে এবং অন্যান্য বাণিজ্যিক ব্যাংকগুলো ৪ কোটি করে অনুদানের টাকা প্রদান করে।

বিজ্ঞাপন

পরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) অধীন ব্যবসায়ী ও বিভিন্ন শিল্প সংস্থার একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট ফান্ড এবং প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডে ২৯ কোটি ৫ লাখ ৯০ হাজার টাকা অনুদান প্রদান করে।

এরমধ্যে বেঙ্গল গ্রুপ ও আরটিভি ভাইস চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন ২ কোটি টাকা প্রধানমন্ত্রীর তহবিলে প্রদান করেন।

বেপজার নির্বাহীর চেয়ারম্যান মেজর জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান খান প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের জন্য ২ কোটি ৫৫ লাখ ৯০ হাজার টাকার চেক হস্তান্তর করে।

এছাড়া মেসার্স প্যাসিফিক জিন্সের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভির, মেসার্স স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মুজিবুর রহমান, এভারগ্রিন গ্রুপের চেয়ারম্যান চ্যাং ইও চং ফেলিক্স, মেসার্স কুন টং এ্যাপারেলস লিমিটেডের নিলেশ জইন, মেসার্স এপিক গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের প্রেম সনি, অনন্ত গ্রুপের শরিফ জহির, মেসার্স কাতার মারবেল কোম্পানি বাংলাদেশ লিমিটেডের জালাল আহমেদ এবং ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান সাবেক সেনা প্রধান জেনারেল (অব.) আবুল মুবীনও প্রধানমন্ত্রীর কাছে অনুদানের চেক হস্তান্তর করে।

আমিন মোহাম্মদ গ্রুপের চেয়ারম্যান এমএম এনামুল হক প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তার তহবিলে ৩ কোটি টাকা প্রদান করে। এছাড়া আমান গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম, রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামীন, আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এমডি মনোয়ার হোসেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান, ইউনিক গ্রুপের এমডি মোহাম্মদ নূর আলী, দেশ এনার্জির এমডি নাভিদুল হক, ইন্নোভেনচার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফত এবং মেঘনা গ্রুপ ২ কোটি টাকা করে প্রধানমন্ত্রীর শিক্ষা তহবিলে প্রদান করে।

এসময় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সেনাবাহিনী প্রধান আবু বেলাল মুহাম্মদ শফিউল হক, এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমেদ উপস্থিত ছিলেন।

 

জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission