হাওর এলাকা দেখতে নেত্রকোনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ১৮ মে ২০১৭ , ০৯:০১ এএম


হাওর এলাকা দেখতে নেত্রকোনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

বন্যায় ক্ষতিগ্রস্ত হাওর এলাকা স্বচক্ষে দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার নেত্রকোনা যাচ্ছেন।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকাল নয়টার দিকে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে করে রওনা দিয়ে সকাল পৌনে ১০টায় নেত্রকোনার খালিয়াজুরীতে পৌঁছাবেন। এরপর স্থানীয় কলেজমাঠে ক্ষতিগ্রস্ত কৃষক ও দুস্থদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন।

পরে নগর ইউনিয়নের বল্লভপুর এলাকা পরিদর্শন শেষে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তা ও সুধীজনদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করবেন। দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নেত্রকোনা জেলা ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। পুলিশ সুপার (এসপি) জয়দেব চৌধুরী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিরাপত্তার জন্য সাড়ে ১২ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালিয়াজুরীর পার্শ্ববর্তী সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিদর্শন এবং বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন। হাওরে ফসল নষ্ট হওয়ার অজুহাতে একশ্রেণির ব্যবসায়ী দাম বাড়াচ্ছেন বলে উল্লেখ করে কালোবজারিদের সবাধন করে দেন প্রধানমন্ত্রী।

আর/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission