নিজেদের দখল করা শাসনকে দীর্ঘস্থায়ী করতে বিরোধী দলের ওপর মিথ্য মামলা দিচ্ছে সরকার। বললেন বিএনপি মিহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার দেশের রাজনীতিকে বিরোধীদল শূন্য করার পায়তারা করছে। এজন্য বিএনপিসহ বিরোধী মতের ওপর একের পর এক মিথ্যা মামলা দিচ্ছে। দিনের পর দিন জেলে আটকে রাখছে।
তিনি বলেন, সরকারের প্রতিহিংসার শিকার বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আদালতের প্রতি সম্মান জানিয়ে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। কিন্তু তা নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, বর্তমান শাসকগোষ্ঠী নিজেদের হীন উদ্দেশ্য বাস্তবায়ন করতেই বিরোধীদলীয় নেতাদেরকে মিথ্যা মামলায় গ্রেপ্তার ও নির্যাতন করছে। এর একমাত্র লক্ষই হচ্ছে দেশকে বিরোধীদল শূন্য করে আওয়ামী শাসন দীর্ঘায়িত করা।
তিনি আরো বলেন, অবিলম্বে বরকত উল্লাহ বুলুসহ বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে তাদের মুক্তি দিতে হবে।
বৃহস্পতিবার রামপুরা থানায় করা নাশকতার মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। আদালত আবেদন নামঞ্জুর করেছে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা মহানগর হাকিম কাজী কামরুল ইসলাম তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
এইচটি/সি