শিশুর রাজ্যে অনধিকার প্রবেশ তাদের মানসিকতার পক্ষে শুভ নয়। বললেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ শিশু একাডেমিতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০১৭’ র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, অহেতুক বা ইচ্ছার বিরুদ্ধে শিশুদের ওপর কিছু চাপিয়ে দিলে তাদের স্বাভাবিক বিকাশ বিঘ্নিত হয়। ফলে তাদের স্বপ্ন ভেঙে যেতে পারে। সবার উচিত শিশুর ব্যক্তিত্বের প্রতি বিশ্বাসী হওয়া। তাদের ওপর মাত্রাতিরিক্ত অভিভাবকত্ব করবেন না।
তিনি বলেন, শিশুদের প্রতিভা বিকাশে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। শুধু অভিভাবকদের নয় সামর্থ্যবান ব্যক্তি এবং শিশু কল্যাণে নিবেদিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে আরো বেশি শিশুবান্ধব কর্মসূচি নিতে হবে।
আবদুল হামিদ বলেন, শিশুর প্রতিভা বিকাশে শিশুবান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। এজন্য সরকারের পাশাপাশি সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। তারাই জাতির ভবিষ্যৎ। আসছে দিনে তারাই বিশ্বকে নেতৃত্ব দেবে।
রাষ্ট্রপতি আরো বলেন, বাংলাদেশ শিশু একাডেমি সরকারের শিশু বিষয়ক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। শিশুদের শারীরিক, মানসিক ও সাংস্কৃতিক বিকাশে পুষ্টি, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও বিনোদন অপরিহার্য। তাদের পরিপূর্ণ বিকাশের জন্য মৌলিক অধিকারের পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধের উন্মেষ ঘটাতে হবে।
এইচটি/সি