গেলো বছরের চে’এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশের হার কমেছে ৭ শতাংশ। আর জিপিএ-পাঁচ কমেছে ৫ হাজার।
এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে ১০ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিলো ৮০ দশমিক ৩৫ শতাংশ। আর গেলো বছর ছিলো, ৮৮ দশমিক ২৯ শতাংশ।
এদিকে এবার জিপিএ পাঁচ পেয়েছে ১ লাখ ৪ হাজার সাতশ’৬১ জন । গেলো বছর ছিলো ১ লাখ ৯ হাজার সাতশ’৬১ জন। তবে এবার সবচে’ কম পাশের হার কুমিল্লা বোর্ডে ৫৯ দশমিক ০৩ শতাংশ।
এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাহাবুবুর রহমান বলছেন, নতুন মূল্যায়ন পদ্ধতিতে খাতা দেখা ও নৈর্ব্যক্তিক অংশে ১০ নম্বর কমিয়ে দেয়ায় সারা দেশ পরীক্ষার ফলাফলের উপর প্রভাব ফেলেছে।আর এর প্রভাব বেশি পড়েছে কুমিল্লা শিক্ষা বোর্ডের ওপর।
তবে অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ বলছেন, পাশের হার কমায় উদ্বেগের কিছু নেই। খাতা দেখার নতুন পদ্ধতিও ইতিবাচক। বরং আগের বছরগুলোতে অতিরিক্ত পাশের হারই ছিলো অস্বাভাবিক। তিনি আরো বলেন, পরীক্ষার খাতা দেখায় আগের অঘোষিত উদারনীতি শিক্ষার্থীদের অনেক ক্ষতি করেছে।
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. সৌমিত্র শেখর পরামর্শ দিলেন, কেবল পাশের হার বাড়ানোর পেছনে না ছুটে শিক্ষার মানের ওপর নজরদারি বাড়ানো উচিত। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানে মানসম্মত ও যুগোপযোগী পাঠদানের প্রতি নজর দেয়ার পরামর্শ দিলেন এই শিক্ষাবিদ।
আরকে/ এমকে