খেলোয়াড়দের স্বাধীনতা দেয়ায় আইপিএল ‘মাস্টার’ মুম্বাই : রোহিত

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২২ মে ২০১৭ , ০২:৫৪ পিএম


খেলোয়াড়দের স্বাধীনতা দেয়ায় আইপিএল ‘মাস্টার’ মুম্বাই : রোহিত

আইপিএলের ১০ম আসরের ফাইনালে ১ রানের নাটকীয় জয়ে সর্বোচ্চ তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে মুম্বাই ইন্ডিয়ানস। মূলত ডেথ ওভারে পেসারদের অসাধারণ বোলিং নৈপুণ্যে এ জয় নিশ্চিত হয়েছে। তা অকপটে স্বীকার করলেও মুম্বাইয়ের শিরোপা জয়ের মূলে ভিন্ন কারণ জানালেন অধিনায়ক রোহিত শর্মা। বললেন, ম্যাচে ক্রিকেটাররা পূর্ণ স্বাধীনতা নিয়ে খেলতে পারায় এমন সাফল্য এসেছে।

বিজ্ঞাপন

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে রাইজিং পুনে সুপারজায়ান্টের বিপক্ষে স্বাপ্নিক জয় পাওয়ার পর গণমাধ্যমের মুখোমুখি হন রোহিত। তখনই শিরোপা জয়ের গোপন মন্ত্র জানান তিনি।

মুম্বাই অধিনায়ক বলেন, আইপিএলের ১০ম আসরের ফাইনালে ডেথ ওভারে বোলারদের নৈপুণ্যে জয় এসেছে। তবে এর পেছনে অন্য কারণ ছিল। তা হলো তাদের পূর্ণ স্বাধীনতা দেয়া। লাসিথ মালিঙ্গা, মিচেল জনসন ও জসপ্রিত বুমরাহ মনের মতো করে বল করতে পারাতেই এ সাফল্য এসেছে।

বিজ্ঞাপন

১৮তম ওভার থেকে ধীরে ধীরে ম্যাচ গড়তে থাকে মুম্বাইয়ের দিকে। তার আগ পর্যন্ত ম্যাচে পূর্ণ নিয়ন্ত্রণ  ছিল পুনের। এ অবস্থাতেও পেসারদের ওপর পূর্ণ আস্থা ছিল রোহিত শর্মার। কারণ তিনি জানতেন, স্বাধীনভাবে বল করতে পারলে তার বোলাররা ম্যাচ ঘুরিয়ে দিতে সক্ষম হবেন।

মুম্বাই অধিনায়ক বলেন, ওই সময়কার পিচ পেসারদের জন্য সহায়ক ছিল। তাই শেষ ৩ ওভারে তাদের প্রতি বিশ্বাস হারায়নি। ওই সময়ে তাদের পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছিল। কারণ, আমি জানতাম; তারা নিজের মতো করে বল করতে পারলে সাফল্য আসবেই। তারা সবাই বিচক্ষণ। এর আগে বহুবার এসব কাজ করেছে তারা।

ওই পরিস্থিতির বর্ণনা দিয়ে রোহিত শর্মা বলেন, ওই সময় আমি তাদের শুধু বলেছিলাম; তোমাদের যা ইচ্ছা করো। ম্যাচ হারা-জেতা এখন তোমাদের হাতে। জাস্ট, আমি শান্ত ছিলাম।

বিজ্ঞাপন

ম্যাচের শেষ পর্যন্ত সমর্থন দেয়ার জন্য ভক্ত-সমর্থকদেরও ধন্যবাদ জানান রোহিত শর্মা। তিনি বলেন, এটি ছিল একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ। আশা করি, তা তারা উপভোগ করেছে। ম্যাচে জয়ের সম্ভাবনা ক্ষীণ হলেও তারা আমাদের প্রতি বিশ্বাস হারাননি। তাদের সমর্থন আমাদের ভীষণ কাজে লেগেছে। এজন্য তাদের অসংখ্য ধন্যবাদ।

ডিএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission