বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) সমমর্যাদার ৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সহকারী সচিব ফারজানা জেসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলির কথা বলা হয়েছে।
বদলিকৃত কর্মকর্তাদের মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝিকে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের ডিআইজি, পুলিশ অধিদফতরের ডিআইজি (চলতি দায়িত্বে), ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুলিশ অধিদফতরে, মো. হুমায়ুন কবিরকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (চলতি দায়িত্বে), মোশারফ হোসেনকে টিএন্ডআইএম এর ডিআইজি, এনএসআই এর পরিচালক (ডিআইজি) এবং বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) এস এম রহুল আমিন কে এনএসআই এর পরিচালক (ডিআইজি) হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলির আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেয়া হয়েছে।
আর/সি