চীন সীমান্তের লাগোয়া গভীর জঙ্গলে সুখোই-৩০ যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ গেলো মঙ্গলবার মিলেছে৷ অবশেষে বুধবার এ বিমানে থাকা দুই পাইলটের মৃত্যুর খবরও নিশ্চিত করল ভারতীয় বিমান বাহিনী৷
এদের মধ্যে ছিলেন স্কোয়াড্রন লিডার ডি. পঙ্কজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট এস আচুদেব৷ বিমান বাহিনীর তরফে জানানো হয়েছে, ওই যুদ্ধবিমানটির ধ্বংসাবশেষের তথ্যাদি থেকেই দু’জনের মৃত্যুর বিষয়ে প্রমাণ মিলেছে৷
গেরো ২৮ মে জঙ্গলের ভিতর থেকেই ভেঙে পড়া যুদ্ধবিমানের ব্ল্যাকবক্স উদ্ধার করে সেনাবাহিনী ও এয়ারফোর্সের একটি টিম। অসমের তেজপুরের থেকে উড়েছিল বিমানটি। এরপর চীন সীমান্তের কাছে সেই বিমান রাডার থেকে হারিয়ে যায়৷
এরপর অনুসন্ধানকাজ শুরু হয়৷ পরে আন্তর্জাতিক সীমান্তের কাছে ঘন জঙ্গলে মেলে সুখোই-৩০ বিমানের টুকরো।
এরপর দু’নিখোঁজ এয়ারফোর্স পাইলটের খোঁজে নামানো হয়েছিল বিশেষ ফোর্স৷ বেশ কয়েকদিন খোঁজ চালানোর পর মঙ্গলবার তাঁদের রক্তের দাগ আর জুতো এবং তাদের পুড়ে যাওয়া প্যান কার্ড ও ওয়ালেট পাওয়া গিয়েছিল।
এপি