হেলসের সেঞ্চুরি থামালেন সাব্বির

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০১ জুন ২০১৭ , ০৯:৩৯ পিএম


হেলসের সেঞ্চুরি থামালেন সাব্বির

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের দেয়া ৩০৬ রানের টার্গেটে ব্যাট করছে ইংল্যান্ড। ২ উইকেট হারিয়ে ২৮ ওভারে স্বাগতিকদের সংগ্রহ ১৬৫ রান।

বিজ্ঞাপন

৭৪ বলে ৬৬ করে আছেন জো রুট। তার সঙ্গে যোগ দিয়েছেন অধিনায়ক ইয়ন মরগান।

২৭ তম ওভারে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা সাব্বিরকে বল তুলে দেন। ওভারের শেষ বলে বদলি খেলোয়াড় সুনজামুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফেরে ৮৫ বলে ৫৯ করা অ্যালেক্স হেলস।  

বিজ্ঞাপন

এর আগে ইংলিশদের ইনিংসের শুরুতেই আঘাত হানে মাশরাফি। তৃতীয় ওভারে শর্ট লং অনে মুস্তাফিজুর রহমানের অসাধরণ ক্যাচে ১ রান করে প্যাভিলিয়নে ফেরন জেসন রয়।

তামিম ইকবালের সেঞ্চুরি আর মুশফিকুর রহিমের হাফ-সেঞ্চুরিতে ইংল্যান্ডকে ৩০৬ রানের টার্গেট দেয় বাংলাদেশ।

ওভালে টস হেরে প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩০৫ রান করে বাংলাদেশ। মূলত তামিম ও মুশফিকের ৩য় উইকেটে ১৬৬ রানের জুটি বড় সংগ্রহে মূল অবদান রাখে।

বিজ্ঞাপন

তামিম ইকবাল তিন ছয় আর ১২ টি চারের সাহায্যে করেন ১২৮ রান আর মুশফিক ৭২ বলে করেন ৭৯ রান।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission