বল ভালো না করলে ৪০০ রানও যথেষ্ট নয় : তামিম

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ০২ জুন ২০১৭ , ০৫:০৭ পিএম


বল ভালো না করলে ৪০০ রানও যথেষ্ট নয় : তামিম

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০১৭’র উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে বৃথা গেছে তামিম ইকবালের সেঞ্চুরি। তার অসাধারণ সেঞ্চুরির সুবাদে ৬ উইকেট হারিয়ে ৩০৫ রান করে বাংলাদেশ। তবে বোলিং ব্যর্থতায় মাত্র ২ উইকেট হারিয়ে ১৬ বল বাকি থাকতেই জয় তুলে নিয়ে টুর্নামেন্টে দুরন্ত সূচনা করেছে ইংলিশরা। স্বাভাবিকভাবেই এ হার পোড়াচ্ছে বাংলাদেশের ড্যাশিং ওপেনারকে। পরামর্শ দিলেন, সামনের ম্যাচে ভালো করতে হলে বোলিংয়ে সুষ্ঠু পরিকল্পনা থাকতে হবে।

বিজ্ঞাপন

এ ম্যাচে আট ব্যাটসম্যান নিয়ে খেলেছে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই একজন বোলারের ঘাটতি দেখা গেছে। মোসাদ্দেক, সৌম্য ও সাব্বিরকে দিয়ে সেই ঘাটতি পূরণের চেষ্টা করা হয়েছে। তবে তা কাজে লাগেনি।

তামিম বলেন, এ ম্যাচ থেকে শিক্ষা পাওয়া গেছে এখানে জেতার জন্য ৩০০ রান যথেষ্ট নয়। তবে রান যতই হোক, আমরা যদি পরিকল্পনামাফিক বল না করতে পারি তাহলে ৪০০ রানও যথেষ্ট নয়। আমাদের এখন ভুলগুলো খুঁজে বের করতে হবে। তারপর সেগুলো সংশোধন করতে হবে। সবাইকে জানাতে হবে আমরা পরবর্তী ম্যাচের জন্য প্রস্তুত।

বিজ্ঞাপন

ম্যাচ হারলেও এদিন নিজে জিতেছেন তামিম ইকবাল। ১৪২ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১২৮ রান করেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের নবম ও কোনো আইসিসি ইভেন্টে প্রথম সেঞ্চুরি। শুধু তাই নয়, এ সেঞ্চুরি দিয়ে অনন্য কীর্তি গড়েছেন ড্যাশিং ওপেনার। দেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন। এর আগে এ কীর্তি গড়েন শাহরিয়ার নাফিস।

তামিম বলেন, আমি আসলে বিশেষ কিছু করতে চাইনি। জাস্ট ভালো খেলতে চেয়েছি। প্রথমে দেখেশুনে খেলেছি। সময় গড়ানোর সঙ্গে বল ব্যাটে এসেছে, সেটিকে শুধু কাজে লাগিয়েছি। খারাপ বলগুলোকেই তুলে মারার চেষ্টা করেছি।

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission