ট্রাম্পের নিষেধাজ্ঞা পর্যালোচনা করবেন বিচারকরা

আরটিভি অনলাইন ডেস্ক

শুক্রবার, ০২ জুন ২০১৭ , ০৭:২৭ পিএম


ট্রাম্পের নিষেধাজ্ঞা পর্যালোচনা করবেন বিচারকরা

যুক্তরাষ্ট্রে ছয় মুসলিম দেশের নাগরিকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞাটি পুনর্বহালে সর্বোচ্চ আদালতের শরণাপন্ন হয়েছে হোয়াইট হাউস। নিম্ন আদালতের রুলে স্থগিত হয়ে যাওয়া ভ্রমণ নিষেধাজ্ঞাটি আবারও কার্যকর করার জন্য বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে আবেদন জানায় ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এখন ট্রাম্পের সেই নিষেধাজ্ঞাটি সত্যিই বৈষম্যমূলক কিনা তা নিয়ে পর্যালোচনা করবেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা।

বিজ্ঞাপন

ক্ষমতা গ্রহণের পরই এক নির্বাহী আদেশে সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র সফরে নিষেধাজ্ঞা আরোপ করেন ডোনাল্ড ট্রাম্প। দেশগুলো হলো- ইরাক, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেন। যুক্তরাষ্ট্রে সন্ত্রাসবাদীদের প্রবেশ বন্ধের যুক্তি দেখিয়ে ওই আদেশ দেন ট্রাম্প।

কিন্তু সমালোচকরা একে বৈষম্যমূলক বলে আখ্যায়িত করেন। নোবেল বিজয়ী শিক্ষা অধিকারকর্মী থেকে শুরু করে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান, সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতিষ্ঠাতা,বুদ্ধিজীবী ও রাজনৈতিক ব্যক্তিত্ব ট্রাম্পের এ নিষেধাজ্ঞার সমালোচনা করেন।

বিজ্ঞাপন

পরে সিয়াটলের একজন বিচারক ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা স্থগিতের আদেশ দেন। ট্রাম্প প্রশাসন ওই আদেশের বিরুদ্ধে আপিল করলেও সান-ফ্রান্সিসকোভিত্তিক তিন বিচারকের প্যানেল তা খারিজ করেন।

এরপর সাত মুসলিম-প্রধান দেশের নাগরিকদের ওপর স্থগিত হয়ে যাওয়া নিষেধাজ্ঞা সংশোধন করে ডোনাল্ড ট্রাম্প নতুন নিষেধাজ্ঞা জারি করেন। নতুন জারি করা নিষেধাজ্ঞায় আগের তালিকায় থাকা ইরাককে বাদ দেয়া হয়। তবে অপর ছয়টি দেশের নাগরিকদের জন্য নিষেধাজ্ঞা বহাল রাখা হয়। সেই নিষেধাজ্ঞাও এরইমধ্যে আইনি চ্যালেঞ্জে পড়েছে।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission