প্রধানমন্ত্রীর সঙ্গে ইফতার করবেন শাকিব

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৪ জুন ২০১৭ , ১১:৪৮ এএম


প্রধানমন্ত্রীর সঙ্গে ইফতার করবেন শাকিব

সাংবাদিক সংগঠনের আমন্ত্রণে ইফতার আয়োজনে অংশ নেবেন নায়ক শাকিব খান। জাতীয় প্রেসক্লাবে রোববার অনুষ্ঠিত হবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে ইফতার।

বিজ্ঞাপন

এ আয়োজনে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানটিতে শাকিব খানকেও আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়াও বিশিষ্ট ব্যাক্তিবর্গ ইফতারে অংশ নেবেন।

এ ব্যাপারে শাকিব বলেন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন থেকে আমন্ত্রণ জানানো হয়েছে। আশা করছি সাংবাদিক ভাই-বোনদের সঙ্গে ইফতারে অংশ নিতে পারবো। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, আমাদের শুধু চলচ্চিত্রে অভিনয় করলেই হবে না। এখন সময় এসেছে চলচ্চিত্রের জন্য আরো কিছু করার। কিন্তু সরকার যদি সাহায্য না করে তবে আমাদের কী-বা করার আছে? তবে এই সরকার অনেক আন্তরিক, কিন্তু আমার মনে হয় ওনারা অনেক কিছুই জানেন না যে, তাদের কী করা উচিত। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে এসব বিষয় অবগত করতে চাই।

শাকিব খান এখন 'রংবাজ' ছবি শুটিংয়ে অংশ নিচ্ছেন। তার সঙ্গে জুটি হয়েছেন শবনম বুবলী। এবারের ঈদে শাকিব অভিনীত তিন ছবি মুক্তি পাবার কথা রয়েছে।

এইচএম 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission