• ঢাকা বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
logo
যদি আরও সময় লাগে লাগুক, কোনো আফসোস নেই: অপু বিশ্বাস
বিজয়ের মাসে আসছে মৌসুমীর ‘নয়া মানুষ’
নির্মাতা সোহেল রানা বয়াতি চরের মেহনতী মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে নির্মাণ করেছেন তার প্রথম চলচ্চিত্র ‘নয়া মানুষ’। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনয়শিল্পী রওনক হাসান ও মৌসুমী হামিদ। ২০২২ সালের অক্টোবরে চলচ্চিত্রটির চিত্রধারণ শুরু হয়। কিন্তু সুপার সাইক্লোন সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট চরম ক্ষতিগ্রস্ত হয় এবং কাজ বন্ধ হয়ে যায়। ২০২৩ সালের ৬ এপ্রিল থেকে আবার নতুন করে শুরু হয় চলচ্চিত্রটির কাজ, শেষ হয় ১২ এপ্রিল। পোস্ট প্রোডাকশন শেষ করে গত ১৮ সেপ্টেম্বর সার্টিফিকেশন বোর্ডে জমা হয় এবং ২ অক্টোবর সদস্যরা সিনেমাটি দেখে ২৩ অক্টোবর আনকাট সনদ নথিভুক্ত করেন। প্রাকৃতিক চড়াই উৎরাই পেরিয়ে সম্পন্ন হওয়া এ ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ৬ ডিসেম্বর। সংবাদমাধ্যমকে নির্মাতা নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। চলচ্চিত্রটি নিয়ে নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, বানভাসি মানুষের গল্প নয়া মানুষ। গল্পের মতোই নানা দুর্যোগ মোকাবেলা করে চলচ্চিত্রটি আনকাট মুক্তির অনুমতি পেয়েছে। নির্মাণের বিভিন্ন পর্যায়ে যারা পাশে ছিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা। বিজয়ের মাসে সিনেমাটি দর্শকরা উপভোগ করতে পারবেন। প্রথম সিনেমাটি নিয়ে আমি বেশ আশাবাদী। ‘নয়া মানুষ’ সিনেমায় সুজলা চরিত্রে দেখা যাবে মৌসুমী হামিদকে। সিনেমাটি নিয়ে তিনি বলেন, চরের মানুষের জীবনের গল্প নিয়ে নয়া মানুষ সিনেমা। বিশেষ করে সুবিধাবঞ্চিত মানুষের কাহিনি। আমিও তাদেরই একজন। চরের মধ্যে অনেক কষ্ট করে শুটিং করেছি। প্রতিকূল পরিস্থিতিতে শুটিং করতে হয়েছে। চরের মধ্যেই থেকেছি। তবে একজন অভিনেত্রী হিসেবে কষ্টটা উপভোগ করেছি। আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে সব শ্রেণির দর্শকদের ভালো লাগবে। চলচ্চিত্রটিতে আরও অভিনয় করছেন আশীষ খন্দকার, ঝুনা চোধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি ও শিশুশিল্পী ঊষশী প্রমুখ। আরটিভি/এএ/এস
‘দেশের মানুষ এখনো কোনো রাজনৈতিক দলকেই বিশ্বাস করতে পারে না’
এ আর রহমানের বিচ্ছেদ, যা বললেন তিন সন্তান
আরশকে ‘নিমকহারাম’ উল্লেখ করে যা বললেন তানিয়া বৃষ্টি
অটোরিকশা নিয়ে কেন এই ছিনিমিনি খেলা: নিলয় আলমগীর
ব্যাংককে একান্তে সময় কাটাচ্ছেন রাফসান-জেফার
গেল বছর সাবেক স্ত্রী সানিয়া এশার সঙ্গে ডিভোর্সের পরই গায়িকা জেফার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেছিল উপস্থাপক রাফসান সাবাবের। এ কারণেই নাকি বিচ্ছেদ হয়েছিল তাদের। তবে সেসময় জোর গলায় এই গুঞ্জনকে অস্বীকার করেছিলেন রাফসান-জেফার। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হলো।   এসব আলোচনার মাঝেই এবার ব্যাংককে একান্তে সময় কাটাতে গিয়ে ক্যামেরাবন্দি হলেন রাফসান-জেফার। ধারণা করা হচ্ছে, তাদের সঙ্গে দুজনের পরিবারের সদস্যরাও অবস্থান করছেন সেখানে। গত ১৫ নভেম্বর বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে ব্যাংককের সিয়াম প্যারাগন শপিং মলে বিখ্যাত পেরি পেরি ফুড শপের ভেতরে দেখা যায় রাফসান-জেফারকে। সেখানে দুজন পাশাপাশি বসেন বেশ খোশমেজাজে পছন্দের খাবারের অর্ডার দিচ্ছেন। এ সময় রাফসানের পরনে ছিল গ্রিন টাইপের শার্ট আর জেফার পরেছিলেন ওয়ের্স্টান ড্রেস। খাবার খেতে খেতে কিছুটা সময় একান্তে কাটিয়েছেন তারা।  সামাজিক যোগাযোগমাধ্যমে খুব বুদ্ধিমত্তার সঙ্গে পৃথকভাবে ছবি পোস্ট করেছেন দুজনই। কিন্তু তবুও খুব একটা গোপন রাখতে পারলেন না তারা। দুজনে একসঙ্গে অন্তরঙ্গ হয়েও ছবি তোলেন।  সেসব ছবি নিজেদের ফেসবুক ওয়ালে শেয়ার করেননি রাফসান-জেফার। এদিকে তারা অন্তরঙ্গ ছবিগুলো পোস্ট না করলেও প্রবাসী বাংলাদেশির তোলা ছবিটি হাত ঘুরে চলে এসেছে গণমাধ্যমে। এদিকে শোবিজ দুনিয়ার অনেকেরই দাবি, দীর্ঘদিন ধরেই প্রেমের সম্পর্কে রয়েছেন রাফসান-জেফার। গুঞ্জন রয়েছে, গোপনে নাকি বিয়েও সেরে ফেলেছেন তারা। যদিও এখনও প্রকাশ্যে বিষয়টি নিয়ে মুখ খোলেননি কেউই।    আরটিভি/এইচএসকে  
নতুন পরিচয়ে মৌসুমী
ঢাকাই সিনেমার ‘প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। ক্যারিয়ারে অসংখ্য সিনেমায় অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। শুধু অভিনয় নয়, প্রযোজক হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন এই অভিনেত্রী। এবার নতুন পরিচয়ে নাম লেখালেন মৌসুমী। পার্লার ব্যবসার সঙ্গে নিজেকে যুক্ত করলেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন মৌসুমী। সেখানে বসেই দেশে বিউটি পার্লার খুলেছেন এই চিত্রনায়িকা। গুলশান ১-এর ৮ নম্বর রোডে ‘রুশ মেকওভার’ নামে একটি পার্লার দিয়েছেন মৌসুমী। তার অবর্তমানে পুত্রবধূ আয়েশা ও মেয়ে ফাইজা দেখভাল করেন পার্লারটি। এ প্রসঙ্গে মৌসুমীর স্বামী ও চিত্রনায়ক ওমর সানী বলেন, আমরা কোনো ঘোষণা দিয়ে পার্লারটি চালু করিনি। গত মাসে চালুর পর থেকেই বেশ ভালো চলছে পার্লারটি। নারীদের বিশ্বস্ততা অর্জন করেছে। আগামী দিনে আরও কয়েকটি শাখা করার ইচ্ছা রয়েছে মৌসুমীর।  প্রসঙ্গত, ১৯৯৩ সালে ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমায় সালমান শাহর সঙ্গে জুটি বেঁধে চলচ্চিত্রে পা রাখেন মৌসুমী। প্রথম চলচ্চিত্রেই সবার নজর কাড়েন তিনি। ব্যক্তিগত জীবনে ১৯৯৬ সালের ২ আগস্ট চিত্রনায়ক ওমর সানীকে বিয়ে করেন এই নায়িকা। তাদের সংসারে ফারদিন ও ফাইজা নামে দুই ছেলে-মেয়ে রয়েছে।  আরটিভি/এইচএসকে-টি  
নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুললেন পার্ক জি-হিয়োন
কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী পার্ক জি-হিয়োন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) মুক্তি পাচ্ছে তার অভিনীত সিনেমা ‘হিডেন ফেস’। সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করেছেন তিনি। খবরটি প্রকাশ্যে আসার পর থেকে নেটমাধ্যমে তাকে নিয়ে সমালোচনা তুঙ্গে। এদিকে সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন পার্ক জি। সেখানে নগ্ন দৃশ্য নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী। ঘুরে ফিরে আলোচিত নগ্ন দৃশ্য নিয়েই তাকে প্রশ্ন করেছেন সাংবাদিকরা। পার্ক জি জানান, আলোচিত দৃশ্যটির শুটিংয়ের সময় মোটেও নার্ভাস ছিলেন না তিনি।  এসপিওটিভি নিউজকে দেওয়া আরেক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, পোশাক না পরাও একটি পোজ। নগ্নতাও আরেকটি পোশাক। দৃশ্যটির শুটিংয়ে আমার নগ্নতা নিয়ে কোনো মনোযোগ ছিল না। সেই চরিত্রের মধ্যে ছিলাম, সেখানে নগ্নতা মূল বিষয় নয়। প্রসঙ্গত, ‘হিডেন ফেস’ সিনেমায় অন্যতম কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে পার্ক জিকে। কোরীয় সিনেমাটি নির্মাণ করেছেন কিম দে উ।   আরটিভি/এইচএসকে-টি  
মোহিনীর মোহেই কি বিচ্ছেদ এ আর রহমান-সায়রার
ভারতীয় সুরকার-গায়ক এ আর রহমানের সংসার ভাঙনের খবরে সরগরম নিউজ মিডিয়া থেকে নেটদুনিয়া। দীর্ঘ ২৯ বছর সংসার করার পর স্ত্রী সায়রা বানুর সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টানলেন তিনি।  অন্যদিকে রহমানের বিচ্ছেদের পরই সংসার ভাঙল তার টিমের নারী গিটারিস্ট মোহিনীরও। গায়কের বিচ্ছেদের খবরের কয়েক ঘণ্টা পর সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীত পরিচালক স্বামী মার্ক হার্টসাচের সঙ্গে যৌথ পোস্টে বিচ্ছেদের ঘোষণা দেন তিনিও। আর সেখান থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতে শুরু করেন অনেকেই।  তবে কি মোহিনীর মোহেই স্ত্রী সায়রা বানুকে ডিভোর্স দিলেন রহমান? নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো কারণ? এমন নানান প্রশ্ন রহস্যের জাল বুনেছে গায়কের ভক্তদের মনে। নেটিজেনদের ধারণা মোহিনীর কারণেই নাকি সংসার ভেঙেছেন রহমান। এদিকে তাদের বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করে সায়রা বানু আইনজীবী বন্দনা শাহ বলেন, বিয়ের বহু বছর পর একে অপরের প্রতি গভীর ভালোবাসা থাকা সত্ত্বেও, নিজেদের মধ্যে দূরত্ব ঘোচাতে পারছিলেন না রহমান-সায়রা। সম্ভব নয় বলেও মনে করছেন এই দম্পতি। মূলত, মানসিক চাপের কারণেই বিচ্ছেদের এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তারা। বিচ্ছেদ প্রসঙ্গে রহমান তার এক্স হ্যান্ডেলে (টুইটার) লেখেন, আমরা একসঙ্গে বিবাহিত জীবনের ৩০ বছরে পা দেব, এমনটাই আশা করেছিলাম। আসলে আমরা কেউই সম্পর্কটা ঠিক মানিয়ে নিতে পারছিলাম না। এখন যদি আমরা এই ছিন্নভিন্ন সম্পর্কের মানে খুঁজতে যাই, তাহলে হয়তো শুধুই টুকরোগুলোকে খুঁজে পাব। তিনি আরও লেখেন, জানি না এই ভগ্ন হৃদয় আর কখনও জুড়বে কি না। তবুও এ যন্ত্রণার মধ্যেও আমরা জীবনের অর্থ খুঁজে পাওয়ার চেষ্টা করব। আমি অনুরাগী থেকে শুরু করে বন্ধু সবাইকেই বলছি, আমরা এখন যে এই ছিন্নবিচ্ছিন্ন সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছি, সেটাকে সবাই সম্মান করবেন। ডিভোর্স নিয়ে সায়রা বানু জানান, এই সিদ্ধান্ত নেওয়া তার পক্ষে মোটেও সহজ ছিল না। অনেক ব্যথা ও যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এই কঠিন সময় সকলের কাছে গোপনীয়তা রক্ষার এবং তাদেরকে একান্তে ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন সায়রা বানু। এ ছাড়া শোনা যাচ্ছে, রহমানের সঙ্গে বিচ্ছেদের পর বিপুল অঙ্কের খোরপোশ পাবেন সায়রা। তবে সেসব কথা উড়িয়ে দিয়ে আইনজীবী বলেন, রহমান-সায়রার বিয়ে ভাঙলেও অটুট থাকবে তাদের বন্ধুত্ব।  কয়েক দিন পর পরই তারকাদের সংসার ভাঙার খবরে সরগরম থাকে নিউজ মিডিয়া। তারকাদের ডিভোর্স নতুন কিছু নয়। পান থেকে চুন খসলেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। বিচ্ছেদই যেন তাদের সব সমস্যার সমাধান। এ ক্ষেত্রে রহমান-সায়রার ডিভোর্স যেন আরও একটি প্রমাণ।  প্রসঙ্গত, ১৯৯৫ সালে সায়রা বানুকে বিয়ে করেন এ আর রহমান। প্রায় তিন দশকের দাম্পত্যজীবনে তাদের সংসারে রয়েছে এক ছেলে ও দুই মেয়ে।   আরটিভি/এইচএসকে  
মারা গেছেন জনপ্রিয় মালয়ালম অভিনেতা মেঘনাথন
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন মালয়ালম অভিনেতা মেঘনাথন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬০ বছর। দীর্ঘদিন ধরে ফুসফুসের জটিলতায় ভারতের কোঝিকোড়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।  বৃহস্পতিবার (২১ নভেম্বর) শোরানুরে নিজ বাসভবনে শেষকৃত্য অনুষ্ঠিত হবে মেঘনাথনের।   প্রবীণ অভিনেতা বালান কে নায়ারের তৃতীয় ছেলে মেঘনাথন। ১৯৮৩ সালে ‘আস্তরাম’ সিনেমার মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি। তিন দশকের ক্যারিয়ারে ৫০টিরও বেশি চলচ্চিত্রে কাজ করেছেন এই অভিনেতা। যার বেশির ভাগই তুমুল সাড়া ফেলেছে দর্শকমহলে। মেঘনাথনের উল্লেখযোগ্য সিনেমাগুলো হলো, ‘পঞ্চাগ্নি’, ‘চামায়ম’, ‘রাজাধনি’, ‘ভূমিগীথাম’, ‘চেঙ্কোল’, ‘মালাপ্পুরম’, ‘হাজি মহানয়া জোজি’, ‘প্রয়াইক্কারাপাপ্পান’, ‘উদ্যানপালকম’, ‘ই পুজায়ুম’, ‘কদন্নু’ ও ‘ভাস্তভাম’। অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে মালয়ালম সিনেমা ইন্ডাস্ট্রিতে।   আরটিভি/এইচএসকে-টি
আপত্তিকর ভিডিও ধারণ, মধ্যরাতে লাইভে এসে অভিযোগ তিশার
অভিনেত্রী তাসনুভা তিশা গত ২০ নভেম্বর মধ্যরাতে লাইভে এসে আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন। অভিনেত্রী বলেন, শুটিং সেটে তিনিসহ আরও কয়েকজনের লুকিয়ে আপত্তিকর ভিডিও ধারণ করেছেন এক যুবক। পরে সেই ভিডিওগুলো ‘কাউসার কিংডম’ নামে একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়েছে বলেও জানান অভিনেত্রী।  মূলত, সেই ফেসবুক পেজ এবং ওই পেজের কর্ণধারের বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন তিশা। এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে ওই যুবকের ছবি পোস্ট করে তার পরিচয় জানতে চান তিনি।  ফেসবুক লাইভে তিশা বলেন, কিছুক্ষণ আগে এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। আমার ও আমার সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে উনি ছিলেন। আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কি না, আমার সন্দেহ। কারণ, তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, যেটা আমারও করেছেন। সেটির ভিউ ২ দশমিক ১ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে এবং নামানো সত্ত্বেও অনেকের কাছে আছে। অভিনেত্রী আরও বলেন, আউটডোর শুটিংয়ে, আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের লেপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনও এমন কাজ করবেন না। তাই আমার মতো করে লেপেল পরছিলাম এবং ঠিক করছিলাম। সেই ভিডিও সে ধারণ করে  ‘কাউসার কিংডম’ নামের এক পেজে আপলোড করেন। তিনি বলেন, কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশেপাশে যেন কখনও না আসেন। তাকে বয়কট করা উচিত। অভিনেত্রী আরও বলেন, হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে। কিন্তু তার পেজে শুধু আমি না, আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন। লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন। সেখানে সারিকা সাবাহ আপু, অর্চিতা স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি, কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি। অভিযুক্ত যুবকের নাম উল্লেখ করে তিশা বলেন, কাউসার নামের এই লোক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে হয়তো সবার মাঝে যান, গিয়ে এ কাজগুলো করেন। আমি সাংবাদিক ভাইদের উদ্দেশে বলব, আপনাদের নিশ্চয়ই এ ব্যাপারে করণীয় কিছু আছে। আমার কলাকুশলী, যারা আছেন, অভিনেত্রী-অভিনেতারা, যাদের নাম মেনশন করলাম, আপনারা এই বিষয়ে পরামর্শ দিন, জানাবেন কি করা উচিত? সবশেষে অভিনেত্রী বলেন, এই লোকের বিরুদ্ধে আমি অ্যাকশন নিতে চাই। সে যেন সাংবাদিকতা তো দূরের কথা, কোনো শুটিং স্পট, কোনো অনুষ্ঠান, মিডিয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আশেপাশে যেন না আসতে পারে। তাকে বয়কট করা হোক। আরটিভি/এইচএসকে  
নেটমাধ্যমে ঝড় তুললেন পাকিস্তানি অভিনেত্রী
পাকিস্তানি অভিনেত্রী হারেম ফারুকের রূপে-গুণে বুঁদ সতেরো থেকে আশি বছর বয়সীরা। টিভি সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন হারেম। দেখা গেছে বড় পর্দায়ও। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাও করেছেন হারেম। শুধু কাজ নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তিনি। এবার ভক্তদের নিজের সৌন্দর্যের রহস্য জানালেন হারেম। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে ১৭টি ছবি শেয়ার করে একটি পোস্ট করেছেন তিনি। যেখানে তার মিনি-মালিস্টিক এবং চমকপ্রদ লুক অর্জনের স্টাইলিং সিক্রেটস প্রকাশ করেছেন অভিনেত্রী। ক্যাপশনে তিনি লিখেছেন, ফুল, সাদা জামা, লাল ঠোঁট, বড় ঝুমকা, হেয়ার ভলিউম এবং আমি প্রস্তুত। ওই ছবিগুলোতে দেখা যায়, তার পরনে রয়েছে গাঢ় ডার্ক ওয়াশড স্কিনি জিন্সের সঙ্গে সাদা চিকেনকারি কুর্তা।  ওই পোস্টে জিগর সারাইয়া ও আদিত্য গাধভীর হিন্দি-গুজরাটি গান ‘ডায়মন্ড নি’ যোগ করেছেন হারেম। ছবিগুলো পোস্ট করা মাত্রই মন্তব্যের ঝড় উঠেছে হারেমের কমেন্টসবক্সে। নানান মন্তব্যে রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছেন তার ভক্তরা।  এদিকে দীর্ঘ সময় পর ‘বিশমিল’ সিরিয়াল দিয়ে আবারও টিভি পর্দায় ফিরেছেন হারেম। এতে তার সহশিল্পী হিসেবে আছেন নওমান ইজাজ এবং সাভেরা নাদিম। ২০১৩ সালের হরর থ্রিলার সিনেমা ‘সিয়াহ’ দিয়ে বড় পর্দায় পা রাখেন হারেম। এরপর একাধিক নাটক এবং সিনেমায় অভিনয় করে ভক্তদের মন জয় করেছেন তিনি।   আরটিভি/এইচএসকে-টি