এটা মওদুদের ধৃষ্টতা : অ্যাটর্নি জেনারেল

আরটিভি অনলাইন রিপোর্ট

রোববার, ০৪ জুন ২০১৭ , ০২:০০ পিএম


এটা মওদুদের ধৃষ্টতা : অ্যাটর্নি জেনারেল

বাড়ি নিয়ে করা মামলায় আপিল বিভাগের দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনটি রোববার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি নেতৃত্বাধীন নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ। ফলে বিএনপি নেতা মওদুদ আহমদ গুলশান-২ নম্বর সেকশনের ১৫৯ নম্বর প্লটের বাড়িটি পাচ্ছেন না।

বিজ্ঞাপন

ওই রায়ের তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেছেন- তিনি বাড়িটি ছাড়বেন না।

রোববার আপিল বিভাগ কর্তৃক বাড়ি নিয়ে করা রিভিউ খারিজ হওয়ার পর এক প্রতিক্রিয়ায় দেন তিনি।

বিজ্ঞাপন

অপরদিকে রায়ের এ আদেশ না মেনে ব্যারিস্টার মওদুদের এমন বক্তব্যকে ধৃষ্টতা বললেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আদালত তার রিভিউ ডিসমিস করে দিয়েছে। এরপর একজন রাজনীতিবিদ হয়ে তিনি কীভাবে বাড়িতে থাকবেন? ব্যরিস্টার মওদুদের বাড়ি না ছাড়ার ঘোষণা ধৃষ্টতার সামিল।

দুদকের করা মামলার অভিযোগে বলা হয়, বাড়িটির প্রকৃত মালিক ছিলেন পাকিস্তানি নাগরিক মো. এহসান। ১৯৬০ সালে তৎকালীন ডিআইটির (রাজউক) কাছ থেকে এক বিঘা ১৩ কাঠার এ বাড়ির মালিকানা পান এহসান। ১৯৬৫ সালে বাড়ির মালিকানার কাগজপত্রে এহসানের পাশাপাশি তার স্ত্রী অস্ট্রেলীয় নাগরিক ইনজে মারিয়া প্লাজের নামও অন্তর্ভুক্ত হয়। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্ত্রীসহ ঢাকা ত্যাগ করেন এহসান। তারা আর ফিরে না আসায় ১৯৭২ সালে এটি পরিত্যক্ত সম্পত্তির তালিকাভুক্ত হয়।

এরপর ১৯৭৩ সালের ২ আগস্ট মওদুদ তার ইংল্যান্ডপ্রবাসী ভাই মঞ্জুরের নামে একটি আমমোক্তারনামা তৈরি করে বাড়িটি সরকারের কাছ থেকে বরাদ্দ নেন বলে মামলায় অভিযোগ করা হয়।

বিজ্ঞাপন

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission