লন্ডন হামলাকারী দুজনের নাম প্রকাশ ব্রিটেন পুলিশের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৬ জুন ২০১৭ , ০৮:৩১ এএম


লন্ডন হামলাকারী দুজনের নাম প্রকাশ ব্রিটেন পুলিশের
দুজনই পূর্ব লন্ডনের বার্কিং এলাকার বাসিন্দা ছিলেন

লন্ডনে শনিবার রাতে গাড়ি চাপা ও এলোপাথাড়ি ছুরি চালিয়ে সাতজনকে হত্যার ঘটনায় তিন হামলাকারীদের মধ্যে দুজনের নাম প্রকাশ করেছে ব্রিটেনের পুলিশ।

বিজ্ঞাপন

এই দুজনের একজন মরক্কো ও লিবিয়ান বংশোদ্ভূত। পুলিশ বলছে হামলাকারীদের একজন ২৭ বছর বয়সী খুরাম বাট্।

তিনি বিবাহিত ও এক সন্তানের বাবা।

বিজ্ঞাপন

ইসলামপন্থী উগ্রবাদীদের নিয়ে তৈরি একটি প্রামাণ্য চিত্রে তাকে দেখা গিয়েছিল এবং পুলিশ তার সম্পর্কে আগেই জানতো।

গত দু’ বছরে দুজন ব্যক্তি তার সম্পর্কে কর্তৃপক্ষকে সাবধান করেছিলেন।

অন্যজনের নাম রাশিদ রেদুয়ান। তার বয়স ছিল তিরিশ।

বিজ্ঞাপন

শনাক্ত করা দুজনই পূর্ব লন্ডনের বার্কিং এলাকার বাসিন্দা ছিলেন।

শনিবারের ওই ঘটনায় তিন হামলাকারীই পুলিশের গুলিতে নিহত হন।

তার আগে তারা লন্ডন ব্রিজ ও বারো মার্কেট এলাকায় একটি গাড়ি নিয়ে পথচারীদের ওপর উঠিয়ে দেয় এবং পরে মানুষজনকে ছুরি দিয়ে এলোপাথাড়ি হামলা চালায়।

এ ঘটনায় সাত জন নিহত হয়। আহত ৫০ জনের মধ্যে ১৮ জনের অবস্থা গুরুতর।

ওদিকে ব্রিটেনের ১৩০ জন ইমাম ও ধর্মীয় নেতা লন্ডন হামলাকারীদের জানাজা পরাতে অস্বীকৃতি জানিয়েছেন।

মুসলিম কাউন্সিল অব ব্রিটেন বলছে এটি একটি অভূতপূর্ব ঘটনা এবং তারা অন্যদেরও হামলাকারীদের জানাজা না পরানোর আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে তারা বলেছেন এই সিদ্ধান্ত তারা নিয়েছেন কারণ তাদের মতে হামলাকারীরা যা করেছে তা কোনোভাবেই ইসলামের শিক্ষার সঙ্গে যায় না। বিবিসি।

সি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission