যা ঘটলে সেমিতে খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ০৬ জুন ২০১৭ , ০৯:২৮ এএম


যা ঘটলে সেমিতে খেলবে বাংলাদেশ

আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশকে টিকিয়ে রেখেছে বৃষ্টি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এখন সেমিফাইনাল খেলার স্বপ্ন দেখছে টাইগাররা। কিন্তু কীভাবে? এটিই যেন হয়ে দাঁড়িয়েছে এখন লাখ টাকার প্রশ্ন। তবে জেনে রাখুন, সমীকরণটি খুব কঠিন না। শুধু সব হিসাব-নিকাশ সময়মতো মিললেই হবে। তাহলে আর দেরি কেন? চলুন নামি; কীভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ তার উত্তর অনুসন্ধানে।

বিজ্ঞাপন

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের হাতে আছে আর মাত্র একটি ম্যাচ। যেটি হবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে কিউইদের হারাতেই হবে টাইগারদের। যদি এ কাজটুকু করতে পারে আর নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়াকে ইংল্যান্ড হারাতে পারে তাহলেই সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।

প্রতিযোগিতায় এখন পর্যন্ত একটি করে ম্যাচ খেলেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আর দু’টি করে ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া ও বাংলাদেশ। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে দুরন্ত জয় পায় ইংল্যান্ড। এতে ‘এ’ গ্রুপে ইংলিশদের পয়েন্ট এখন ২। অন্যদিকে নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে পরিত্যক্ত হওয়ায় উভয় ম্যাচ থেকে ১ করে পেয়ে অজিদের এখন পয়েন্ট ২। আর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের পয়েন্ট ১ করে। এ গ্রুপের একমাত্র দল হিসেবে একটি ম্যাচ হেরেছে বাংলাদেশ। এছাড়া অন্য দলগুলো হারের স্বাদ পায়নি।

বিজ্ঞাপন

আজ রয়েছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। ম্যাচটি কিউইদের হারতে হবে। গ্রুপের শেষ ম্যাচে তাদের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে। এমনটি হলে কেন উইলিয়ামসন বাহিনীর পয়েন্ট থেকে যাবে ১। তবে আজ ইংল্যান্ডকে নিউজিল্যান্ড হারিয়ে দিলেও সুযোগ থাকছে টাইগারদের সামনে। এ ম্যাচ জিতলে কিউদের পয়েন্ট হবে ৩। সেক্ষেত্রে শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারিয়ে নেট রান রেটে এগিয়ে থাকতে হবে মাশরাফিদের।

এদিকে অস্ট্রেলিয়ারও হাতে আছে আর মাত্র একটি ম্যাচ। সেটি ইংল্যান্ডের বিপক্ষে। ওই ম্যাচে অস্ট্রেলিয়া জিতলে তাহলে তারাই উঠে যাবে সেমিতে। ইংল্যান্ড পড়ে যাবে শঙ্কায়। কারণ, এমনটি হলে ইংলিশদের পয়েন্ট থেকে যাবে ২-ই। এক্ষেত্রেও শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে বড় ব্যবধানে হারাতে হবে তামিম-সাকিবদের। এটি জিতে রান রেটে এগিয়ে থাকতে পারলে কিউইদের পেছনে ফেলে সেমিফাইনাল খেলবে বাংলাদেশ।

সমীকরণটি এরকম-

বিজ্ঞাপন

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে জিততে হবে ইংল্যান্ডকে। ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচেও জিততে হবে ইংলিশদের। আর শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততে হবে বাংলাদেশকে। এতে ‘এ’ গ্রুপে পয়েন্ট দাঁড়াবে-ইংল্যান্ড(৬), বাংলাদেশ (৩), অস্ট্রেলিয়া (২) ও নিউজিল্যান্ড (১)।

ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচে ইংল্যান্ড হারলে অস্ট্রেলিয়ার কাছেও তাদের হারতে হবে। শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে বড় ব্যবধানে জিততে হবে বাংলাদেশকে। এতে পয়েন্ট দাঁড়াবে-অস্ট্রেলিয়া (৪), বাংলাদেশ (৩), নিউজিল্যান্ড (৩), ইংল্যান্ড (২)। 

ডিএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission