খাগড়াছড়ি জেলা সদরের স্বনির্ভর এলাকায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত নারী সংগঠন হিল উইমেন্স ফেডারেশনের কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি’র সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে সংগঠটির সমর্থকরা তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়লে ৩ বিজিবি সদস্য আহত হন।
বুধবার বেলা ১১ টার দিকে ‘কল্পনা চাকমার বিচার’ নিয়ে তালবাহানার প্রতিবাদে ইউপিডিএফ সমর্থিত হিল উইমেন্স ফেডারেশনের কর্মীরা স্বনির্ভর এলাকায় বিক্ষোভ মিছিল বের করলে তাতে পুলিশ এসে বাঁধা দেয়।
এসময় উভয়পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়লে ৩ বিজিবির সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সসদর হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় হিল উইমেন্স ফেডারেশেনের ২ নারী কর্মীকে আটক করে পুলিশ।
এদিকে হিল উইমেন্স ফেডারেশনেরও কয়েকজন আহত হয়েছে বলে দাবি করা হয়েছে সংগঠনটির পক্ষ থেকে।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মো: আব্দুল হান্নান জানান, অনুমতি ছাড়া বিক্ষোভ করায় তাদের কর্মসূচিতে বাধা দেয়া হয়েছে।
এসজে