বিশেষ আদালতে গেলেন খালেদা জিয়া

আরটিভি অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ০৮ জুন ২০১৭ , ১১:৩৪ এএম


বিশেষ আদালতে গেলেন খালেদা জিয়া

জিয়া চ্যারিটেবল ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে হাজিরা দিতে আদালতে গেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। জানালেন তার গণমাধ্যম শাখার কর্মকর্তকা শাইরুল কবির খান।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টায় তিনি বকশি বাজারের আলিয়া মাদরাসা মাঠের বিশেষ আদালতে পৌঁছান।

শাইরুল কবির আরটিভি অনলাইনকে বলেন, ম্যাডাম সোয়া ১১টার দিকে আদালতে পৌঁছেছেন। সকাল ১০টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে তিনি আদালতের উদ্দেশে রওনা দেন।

বিজ্ঞাপন

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় বৃহস্পতিবার পুরান ঢাকার ৫ নম্বর বিশেষ জজ ড. মোঃ আকতারুজ্জামানের আদালতে বিএনপি নেত্রীর আত্মপক্ষ সমর্থনের দিন ঠিক রয়েছে।

অপরদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায়ও আত্মপক্ষ সমর্থনের দিন ঠিক রয়েছে ঢাকার তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদারের আদালতে।

২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ চারজনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

বিজ্ঞাপন

অন্যদিকে এতিমদের জন্য বিদেশ থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬শ’ ৭১ টাকা আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক।  ২০০৯ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়।

২০১৪ সালের ১৯ মার্চ ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায় খালেদাসহ অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

 

এইচটি/জেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission