পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক জানিয়েছেন, বনানীর নিখোঁজ তরুণরা জঙ্গিবাদে জড়িয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
শুক্রবার রাজারবাগ পুলিশ লাইনস কেন্দ্রীয় মসজিদে আজান, কিরাত ও রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
গুলশানের হলি আর্টিজান ও শোলাকিয়ায় জঙ্গি হামলার পর আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গিদের নির্মূলে সফল হয়েছে দাবি করে তিনি বলেন, ঈদের সময় দেশে কোনো ধরনের জঙ্গি হামলারও আশঙ্কা নেই।
আজান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ২৩ প্রতিযোগীর মধ্যে ঢাকা মহানগর পুলিশের নায়েক সাইফুল ইসলাম প্রথম, নৌ পুলিশ ঢাকার এ এস আই এম মহিউদ্দিন দ্বিতীয় ও বরিশাল জেলা পুলিশের এ এস আই আবুল বাসার তৃতীয় স্থান অর্জন করেন।
কিরাত প্রতিযোগিতায় ২৩ প্রতিযোগীর মধ্যে রাঙামাটি জেলার এ এস আই রুহুল আমিন প্রথম স্থান, সিলেট মহানগর পুলিশের কনস্টেবল মজিবুর রহমান দ্বিতীয় ও ঢাকা মহানগর পুলিশের নায়েক সাইফুল ইসলাম তৃতীয় স্থান অর্জন করেন।
ডিআইজি মহসিন হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি মাইনুর রহমান চৌধুরী, ঢাকা মহানগর পুলিশের কমিশনার আছাদুজ্জামান, রেলওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি আবুল কাশেমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সি/