ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৭ জুন ২০১৭ , ০২:৩১ পিএম


ডিএমপির মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৮

ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৩৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার সারারাত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন

তখন তাদের কাছ থেকে ৫৯১ পিস ইয়াবা ট্যাবলেট, ৬৫ গ্রাম গাঁজা, ১৪৭ গ্রাম ও ৪০০ পুরিয়া হেরোইন, ৭৫ বোতল ফেন্সিডিল, ৬ লিটার দেশি মদ ও ১৭ পিস নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত বলে জানান মাসুদুর রহমান।

আর/সি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission