খাগড়াছড়িতে ফের পাহাড় ধস, ৩ শিশু নিহত (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি

রোববার, ১৮ জুন ২০১৭ , ১০:২৮ এএম


খাগড়াছড়িতে ফের পাহাড় ধস, ৩ শিশু নিহত (ভিডিও)

খাগড়াছড়িতে ফের পাহাড় ধস, ৩ শিশু নিহত

বিজ্ঞাপন

খাগড়াছড়ির রামগড় উপজেলার নাকাপা বুদুংছড়া ও লক্ষীছড়িতে ফের পাহাড় ধসে তিন শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ২ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে বুদুংছড়াতে পাহাড় ধসে নুর রবী (১৪) ও সোহেল (১০) নামে দু’শিশু নিহত হয়েছে। নিহত দু’শিশুই ওই এলাকার বাসিন্দা মো. মোস্তফারের ছেলে। 

বিজ্ঞাপন

রামগড়ের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন মিয়া জানান, রোববার সকালে পাহাড় ধসে ওই দুই শিশু নিহত হন।

এদিকে জেলার দুর্গম লক্ষীছড়ি উপজেলার লক্ষীছড়ি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যতীন্দ্র কার্বারি পাড়ায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে ইথন চাকমা (৭) নামে শিশু নিহত হয়েছে। সকাল ৯ টার দিকে এ ঘটনা ঘটে।

লক্ষীছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রবীল চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, টানা বৃষ্টির কারণে নদীর পানি বাড়ায় লক্ষীছড়ি সদর ইউনিয়নের কয়েকটি বাড়ি ও মসজিদে পানি ঢুকেছে।

বিজ্ঞাপন

অপরদিকে টানা বৃষ্টির কারণে রামগড় পাতাছড়া এলাকায় পাহাড় ধসে খাগড়াছড়ি-ফেনি, ঢাকা সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া জেলার জালিয়া পাড়ায় খাগড়াছড়ি চট্টগ্রাম মূল সড়কে পানিতে তলিয়ে গেছে।

টানা বৃষ্টির ফলে গেলো ১২ জুন রাত থেকে ১৪ জুন সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে পাহাড়ি ঢল ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম ও কক্সবাজারে শনিবার পর্যন্ত ১৫৮ জনের মরদেহ উদ্ধার করা হয়। তবে খাগড়াছড়িতে আজ পাহাড় ধসের নতুন ঘটনার পর নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬১ জনে।

এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission