একসময় ইন্টারনেট দুনিয়ায় রাজত্ব চালিয়েছে ইয়াহু। তবে প্রতিষ্ঠানটি এবার বিক্রি হয়ে যাচ্ছে। কিনে নেয়ার সব ধরনের আনুষ্ঠানিকতা শেষ করেছে যুক্তরাষ্ট্রের ভেরাইজন।
গেলো মঙ্গলবার ইয়াহুর মূল ইন্টারনেট সম্পদকে ৪৪৮ কোটি মার্কিন ডলারে কিনে নিয়েছে।
এর ফলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মারিসা মেয়ারকে পদত্যাগও করতে হয়েছে। ক্ষতিপূরণ হিসেবে তিনি ইয়াহু থেকে ২ কোটি ৩০ লাখ মার্কিন ডলার পাচ্ছেন বলে জানিয়েছে সিএনএন।
বিদায় বার্তায় মারিসা লিখেছেন, 'পদের ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আনায় আমি পদত্যাগ করছি। সবাইকে বলতে চাই, আমি অনুভূতি, কৃতজ্ঞতা ও আশাবাদে উদ্বেলিত।’
এদিকে ভেরাইজন কর্তৃপক্ষ মেয়ারকে তাঁর ভবিষ্যৎ পথচলার জন্য শুভকামনা জানিয়েছে পৃথক বিবৃতি দিয়েছে।
সিএনএনের খবরে বলা হয়েছে, ইয়াহু ও এওএলকে নিয়ে একটি নতুন কোম্পানি দাঁড় করানোর পরিকল্পনা নিয়েছে ভেরাইজন। নতুন কোম্পানির নাম 'ওথ'।
সিএনএন বলছে, কোম্পানি ১৫ শতাংশ বা প্রায় ২ হাজার ১০০ কর্মী ছাঁটাই করবে ভেরাইজন। ইয়াহুর অবশিষ্ট অংশের নামও বদলে যাবে। ইয়াহুর নাম হবে আলতাবা ইনকরপোরেশন।
এসজে