ভাইজান বিয়ে করবেন কবে?

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ২৬ জুন ২০১৭ , ০৮:১১ পিএম


ভাইজান বিয়ে করবেন কবে?

বয়স তো কম হলো না! পঞ্চাশ পার হয়েছে। বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর সালমান খান বিয়ে করবেন কবে? এ প্রশ্ন অনেকেরই মনে ঘুরপাক খায়।

বিজ্ঞাপন

বিয়ে নিয়ে তিনি অবশ্য অনেক উত্তরও দিয়েছেন। কিন্তু এ বার যা উত্তর দিলেন তাতে চমকে উঠবেন সবাই।

সম্প্রতি মিড ডে-কে দেয়া  সাক্ষাৎকারে সালমান বলেন, বিয়ে করা মানেই টাকার অপচয়। আর ভালোবাসা, সেটি প্রয়োজন। আমি  ভালোবাসাতে বিশ্বাস করি না। ভালোবাসা শব্দটারই তো থাকার কোনো কারণ নেই। আসল শব্দটা হওয়া উচিত প্রয়োজনীয়তা।

বিজ্ঞাপন

জীবনের এক এক মুহূর্তে মানুষের এক একজনকে প্রয়োজন হয়। তখন সেই সম্পর্ককেই লোকে প্রেম বলে গুলিয়ে ফেলে। যখন যাকে প্রয়োজন তখন তাকে ভালোবাসা। সুতরাং এই দুটো একই।

সালমানের এই উত্তরে অবাক হয়েছেন অনেকেই। কখনও ঐশ্বরিয়া রাই, কখনও বা ক্যাটরিনা কাইফকে জড়িয়ে সালমানের সম্পর্কে নানা গল্প বেরিয়েছে ইন্ডাস্ট্রিতে।

এছাড়া রোমানিয়ান মডেল য়ুলিয়া ভানটুরের খবরতো আরো পাকাপোক্ত। তার সঙ্গেই নাকি প্রেমের সম্পর্কে ছিলেন সালমান খান। তা হলে কি সেই সম্পর্ক শেষ হয়ে গেলো?

বিজ্ঞাপন

কী এমন হলো যাতে বিবাহিত সম্পর্ককে টাকার অপচয় বলে মনে হচ্ছে তার? ভালোবাসা শব্দটার অস্তিত্বকেই প্রশ্নের মুখে ফেলে দিতে চান তিনি? প্রশ্নগুলো ঘুরছে সিনে মহলের অন্দরে।

এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission