সাধারণ মানুষ ঈদ উদযাপন করতে পারেনি : এরশাদ

আরটিভি অনলাইন রিপোর্ট

সোমবার, ২৬ জুন ২০১৭ , ০৯:৩৬ পিএম


সাধারণ মানুষ ঈদ উদযাপন করতে পারেনি : এরশাদ

জিনিসপত্রের দাম বাড়ার কারণে ঈদে জনগণের ভোগান্তি বেড়েছে। সাধারণ মানুষ ঠিকভাবে ঈদ উদযাপন করতে পারেনি। এ ব্যাপারে সরকারকে নজর দিতে হবে। আমি আশাবাদি, চূড়ান্ত বাজেট পাস হবার পর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ।

বিজ্ঞাপন

সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

এরশাদ বলেন, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। এই ঈদ দেশের জনগণের জন্য উন্নতি, সমৃদ্ধির বার্তা বয়ে আনুক এই কামনা করি।

বিজ্ঞাপন

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, ঈদের পর আমাদের দলীয় কর্মসূচি রয়েছে। আমরা জেলায় জেলায় যাব, বিভাগীয় শহরে যাব। আসছে নির্বাচনে আমাদের লক্ষ্য ৩০০ আসনে প্রার্থিতা দেয়া। ঈদের পর নতুন উদ্যমে কাজ শুরু হবে।

এসময় বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি এস এম ফয়সল চিশতী, দক্ষিণের সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলাসহ অনেকেই উপস্থিত উপস্থিত ছিলেন।

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission