খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ’র অর্থ সচিব আটক

আরটিভি অনলাইন রিপোর্ট, খাগড়াছড়ি

মঙ্গলবার, ২৭ জুন ২০১৭ , ০৩:৩১ পিএম


খাগড়াছড়িতে অস্ত্রসহ ইউপিডিএফ’র অর্থ সচিব আটক

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার নোয়াপাড়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে প্রীতি বিকাশ চাকমা (৪৩) ওরফে বসু চাকমাকে আটক করা হয়েছে। 

বিজ্ঞাপন

আটক প্রীতি বিকাশ চাকমা পাহাড়িদের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট’র মহালছড়ি উপজেলা শাখার অর্থ সচিব বলে জানা গেছে। 

মঙ্গলবার ভোর রাতে মহালছড়ি সেনা জোনের একটি টহল দল মাইসছড়ির নোয়াপাড়ায় তল্লাশি করে তাকে আটক করে।

বিজ্ঞাপন

এসময় তার কাছ থেকে ২টি দেশীয় পিস্তল, ৮ রাউন্ড তাজা গুলি, মিয়ানমার আর্মির ১টি কম্ব্যাট জ্যাকেট, ২৩ টি চাঁদা আদায়ের রশিদ বই ও একটি নোট বুক উদ্ধার করা হয়েছে। 

খাগড়াছড়ি সেনাজোনের স্টাফ অফিসার (জি-টু আই) মেজর মো. মুজাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৪-৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী দল নোয়াপাড়ায় রাত্রি যাপন করছে এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৩টার দিকে মহালছড়ি সেনা জোনের টহল দল ঘটনাস্থলে অবরোধ ও তল্লাশী চালায়। 

এতে প্রীতি বিকাশ চাকমাকে উল্লেখিত অস্ত্রসহ হাতেনাতে আটক করতে সক্ষম হয়।

বিজ্ঞাপন

জিজ্ঞাসাবাদ শেষে প্রীতি বিকাশ চাকমাকে মহালছড়ি থানা পুলিশের হাতে উদ্ধারকৃত সরঞ্জামাদিসহ হস্তান্তর করা হয়েছে বলেও নিরাপত্তা বাহিনী সূত্র জানায়। 

এসজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission