রানবন্যার ম্যাচে শ্রীলঙ্কার বড় জয়

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ০৬ জুলাই ২০১৭ , ০৭:২৬ পিএম


রানবন্যার ম্যাচে শ্রীলঙ্কার বড় জয়

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে বড় জয় তুলে নিলো শ্রীলঙ্কা। এ ম্যাচে ৮ উইকেটের জয় পেয়েছে লঙ্কানরা। এতে প্রথম ম্যাচে বাজেভাবে হারের পর সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেলো ম্যাথুজ বাহিনী।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার হাম্বানটোটায় রানবন্যা দেখেছে ক্রিকেট বিশ্ব। দু’ইনিংসে উঠেছে ৬০০’র বেশি রান। জিম্বাবুয়ের হয়ে সেঞ্চুরি করেছেন হ্যামিল্টন মাসাকাদজা। আর লঙ্কানদের হয়ে সেঞ্চুরি হাঁকিয়েছেন নিরোশান ডিকভেলা ও দানুষ্কা গুনাথিলাকা।

৩১১ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে শুরু থেকেই জিম্বাবুয়ে বোলারদের ওপর ছড়ি ঘোরাতে থাকে  দু’লঙ্কান ওপেনার ডিকভেলা ও গুনাথিলাকা। তাদের ব্যাটিং যাদুতে পরাস্ত হয় জিম্বাবুয়ে। ওপেনিং জুটিতেই তারা একরকম দলের জয় নিশ্চিত করেন। তাদের জুটি থেকে আসে ২২৯। ডিকভেলা খেলেন ১১৬ বলে ১৪ চারে ১০২ রানের নান্দনিক ইনিংস। আর গুনাথিলাকা খেলেন ১১১ বলে ১ ছক্কা ও ১৫ চারে ১১৬ রানের চোখধাঁধানো ইনিংস।

বিজ্ঞাপন

এক পর্যায়ে তারা দু’জনই ফিরে গেলেও জয় তুলে নিতে মোটেই বেগ পেতে হয়নি শ্রীলঙ্কাকে। দলের হয়ে বাকি কাজটুকু সারেন উপুল থারাঙ্গা ও কুশল মেন্ডিস। শেষ পর্যন্ত ১৭ বল হাতে রেখে ৮ উইকেটের জয় তুলে নেয় স্বাগতিকরা। থারাঙ্গা ৪০ ও মেন্ডিস ২৮ রান করে অপরাজিত থাকেন।

শ্রীলঙ্কার সাজঘরে ফেরা উইকেট ২টি ভাগাভাগি করে নেন শেন উইলিয়ামস ও ম্যালকম ওয়ালার।  

বিজ্ঞাপন

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে সতর্ক সূচনা করেন জিম্বাবুয়ের দু’ওপেনার হ্যামিল্টন মাসাকাদজা ও সলোমন মির। ওপেনিং জুটিতে তারা তোলেন ৩৯ রান। এ রানে মির ফিরে গেলেও মুসাকান্দাকে নিয়ে দলকে এগিয়ে নেন মাসাকাদজা। দলীয় ১৬৬ রানে মুসাকান্দা ফিরলেও রানের চাকা সচল থাকে সফরকারীদের। এক প্রান্তে শক্ত হাতে দলের হাল ধরে থাকেন মাসাকাদজা। ৯৮ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১১১ রান করে তিনি ফিরলে ফের গতি হারায় জিম্বাবুয়ে। পরে বাকি ব্যাটসম্যানদের ছোট ছোট সংগ্রহে নির্ধারিত ওভারে ৩১০ রানের লড়াকু পুঁজি পায় আফ্রিকা মহাদেশের দেশটি।

শ্রীলঙ্কার হয়ে অনিন্দু হাসারাঙ্গা ও অসেলা গুনারত্নে নেন ২টি করে উইকেট। আর ১টি করে উইকেট নেন লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ ও লক্ষ্মন সান্দাকান।

ম্যান অব দ্য ম্যাচ দানুষ্কা গুনাথিলাকা।

ডিএইচ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission