যে রেকর্ডটির মালিক হতে চাননি মরকেল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭ , ০৩:২৬ পিএম


যে রেকর্ডটির মালিক হতে চাননি মরকেল

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার মরনে মরকেল হয়তো কখনই আশা করেননি এ রেকর্ড। ইংল্যান্ডের সঙ্গে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে গড়লেন এক অপ্রত্যাশিত রেকর্ড।

বিজ্ঞাপন

টেস্ট ইতিহাসে এমন রেকর্ডের মালিক তিনি একাই। ক্যারিয়ারের ৭৫টি টেস্টে ১৩ বার নো বলে উইকেট নিয়ে অনেকটা হতাশ এ বোলার।

লর্ডসের ওই ম্যাচের প্রথম ইনিংসে জো রুট ও বেন স্টোকস যখন ভয়ঙ্কর হয়ে উঠছেন ঠিক তখনই আঘাত হানলেন মরকেল। ৪৪ রান করা স্টোকস বোল্ড হন। কিন্তু উইকেটটি উদযাপন না করে হতাশায় পড়তে হলো দক্ষিণ আফ্রিকা দলকে। অস্ট্রেলিয়ান আম্পায়ার পল রেইফেল দেখালেন নো বলের চির পরিচিত সংকেত টি।

বিজ্ঞাপন

ম্যাচে ২১১ রানের বড় মার্জিনের হারের সমীকরণ আসে প্রোটিয়াদের খাতায়।

শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে নামবে প্রোটিয়ারা।

এ নিয়ে বুধবার এএফপিকে দেয়া সাক্ষাতকারে মরকেল বলেন, এটাই আমার ক্যারিয়ারের প্রথম নো বল না। আর এ নো বলেই আমার ক্যারিয়ারও শেষ হয়ে যাচ্ছে না। ১৩ বার! হ্যা এটি বিশ্ব রেকর্ড।

বিজ্ঞাপন

তিনি বলেন, কারও না কারও এ রেকর্ডটি বহন করতেই হতো। আমি এ রেকর্ডের মালিক। কিন্তু আমি রেকর্ডটি কোন দিনও চাইনি।

মরকেল বলেন, এটি খেলার অংশ। ইংল্যান্ডের বোলাররাও ওই ম্যাচে দুটি নো বল দিয়েছিলো।

ম্যাচের প্রথম ইনিংসে ২৫ ওভার ৩ বলে নিয়েছেন ৪টি উইকেট। অন্যদিকে দ্বিতীয় ইনিংসে ২১ ওভার বল করে ৩ উইকেট নিয়েছেন তিনি।

মরকেল বলেন, প্রথমম্যাচে কয়েকটি ভুল হয়েছিলো আমাদের। ক্যাচ মিস আর নো বল। এগুলো কখনই গ্রহণযোগ্য নয়।

পরের ম্যাচটি নিয়ে ঘুরে দাড়াতে চায় মরকেলের দল জানালেন তিনি।

ওয়াই/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission