পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি অনলাইন

মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭ , ০৬:০৮ পিএম


পেরুতে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

পেরুর দক্ষিণ উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.৪। এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার বরাতে এএফপি এ তথ্যটি জানায়।  

ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার রাত ৯টা ৫ মিনিটে ভূ-পৃষ্ঠের ৪৪ কিলোমিটার গভীরে আঘাত হানে।

বিজ্ঞাপন

পেরুর দ্বিতীয় বৃহত্তম জনবসতিপূর্ণ নগরী আরিকুইপার থেকে প্রায় ২২০ কিলোমিটার পশ্চিমে এটি আঘাত হানে।

ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি।  জনগণের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে।

২০০৭ সালের আগস্টে পেরুতে সবশেষ শক্তিশালী ভূমিকম্পে ৫৯৫ জন নিহত হয়।

বিজ্ঞাপন

এদিকে আলাস্কা অ্যালিউশিয়ান আইল্যান্ডস ও রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভয়ঙ্কর ভূমিকম্পের পর সোমবার সুনামির সতর্কতা জারি করা হয়। কিন্তু পরদিন মঙ্গলবার তা প্রত্যাহার করে নেয়া হয়েছে।

ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিখটার স্কেলে সেখানে কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৮। স্থানীয় সময় সকাল ১১টা ৩৪ মিনিটে রাশিয়ার শহর নিকোলস্কোয়ে থেকে ২০০ কিলোমিটার দূরে কামচাটকা উপদ্বীপ এলাকায় এই কম্পন অনুভূত হয়।

ওয়াশিংটন পোস্ট জানায়, দ্য ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামি সতর্কতা জারি করলেও পরে তা প্রত্যাহার করে নেয়।

ভূমিকম্পের উৎসস্থল ছিল আলাস্কার অ্যালিউশিয়ান আইল্যান্ডসের কাছে আট্টু নামে একটি বদ্বীপ এলাকা।

ওয়াই/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission