ঢাকারোববার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নিবন্ধনহীন বয়লার ৬০ দিনের ভেতর বন্ধের নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

মঙ্গলবার, ১৮ জুলাই ২০১৭ , ১১:২৮ পিএম


loading/img

সারাদেশে গার্মেন্টস ও শিল্প কারখানায় নিবন্ধনহীন বয়লার আসছে ৬০ দিনের মধ্যে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি পোশাক কারখানাসহ সব কারখানার বয়লার পরিদর্শনের জন্য শিল্প মন্ত্রণালয়কে নির্দেশ দিয়ে ৩০ সেপ্টেম্বরের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি জুবায়ের রহমান ও বিচারপতি মো. ইকবাল কবিরের বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

বয়লার বিস্ফোরণের কারণে হতাহতদের যথাযথ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ কেন দেয়া হবে না। এছাড়া যারা মেয়াদোত্তীর্ণ কিংবা ত্রুটিপূর্ণ বয়লার ব্যবহার করছে তাদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না রুলে তা জানতে চেয়েছেন আদালত।

বিজ্ঞাপন

একই সঙ্গে বয়লার বিস্ফোরণে শ্রমিক হতাহতের ঘটনা ঠেকাতে এবং কর্মস্থল নিরাপদ রাখতে সংশ্লিষ্টদের নিস্ক্রিয়তা ও ব্যর্থতা কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বয়লার আইন ১৯২৩ এর ২৮ ও ২৯ ধারা অনুযায়ী দুর্ঘটনা প্রতিরোধে বিধিমালা প্রণয়নে কেন নির্দেশ দেয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে।  

জাস্টিস ওয়াচ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান মিলন গেলো ৯ জুলাই  বয়লার নিয়ে রিট আবেদনটি করেন।

সবশেষ ৩ জুলাই গাজীপুরের নয়াপাড়ায় মাল্টিফ্যাবস লিমিটেড নামের একটি কারখানায় বয়লার বিস্ফোরণে ১৩ জন নিহত ও ৪২ জন শ্রমিক-পথচারী আহত হন।  

বিজ্ঞাপন

এমসি/এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |