ঝিনাইদহে সেবায়েতকে কুপিয়ে হত্যা

আরটিভি রিপোর্ট|ঝিনাইদহ

শুক্রবার, ০১ জুলাই ২০১৬ , ১১:৩৭ এএম


ঝিনাইদহে সেবায়েতকে কুপিয়ে হত্যা

আবারও সেবায়েতকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটলো। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঝিনাইদহ সদর উপজেলায় এক মঠের সেবায়েতকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

বিজ্ঞাপন

নিহত সেবায়েতের নাম শ্যামানন্দ দাস ওরফে বাবাজি (৫০)। তিনি উপজেলার উত্তর কাষ্ট সাগরা গ্রামের শ্রীশ্রী রাধামদন গোপাল বিগ্রহ মঠে কর্মরত ছিলেন।

শ্যামানন্দের বাড়ি নড়াইল সদর উপজেলার মুসুরিয়া গ্রামে। তার বাবার নাম কিরণ চন্দ্র।

বিজ্ঞাপন

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বললেন, দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে শ্যামানন্দকে গুরুতরভাবে জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে নেয়া হয়। তবে কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনই বলা যাচ্ছে না।

নাম প্রকাশ না করে এক নারী প্রত্যক্ষদর্শী জানান, প্রতিদিনের মতো আজও পূজার জন্য ফুল তুলতে মঠ থেকে বের হয়েছিলেন শ্যামানন্দ। এ সময় শহরের দিক থেকে একটি মোটরসাইকেলে করে আসা ৩ ব্যক্তি শ্যামানন্দকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চলে যায়। মোটরসাইকেলের আরোহীদের মুখ গামছা দিয়ে বাঁধা ছিল। মাথায় ছিল ক্যাপ। মাঝের জনের হাতে ছিল একটি রামদা।

মঠ পরিচালনা কমিটির সাংগঠনিক সম্পাদক মণি কুমার রায় বললেন, গত তিন বছর ধরে সেবায়েতের দায়িত্ব পালন করে আসছিলেন শ্যামানন্দ। তিনি ভালো মানুষ ছিলেন। পূজা-অর্চনায় সব সময় ব্যস্ত থাকতেন। মঠের বাইরেও তার যাওয়া-আসা খুব কম ছিল।

বিজ্ঞাপন

গেল ১০ জুন পাবনার সদর উপজেলার হিমাইতপুর গ্রামের শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ সেবাশ্রমের (হিমাইতপুর ধাম) সেবায়েত নিত্যরঞ্জন পাণ্ডেকে (৬২) কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনার তিনদিন আগে, অর্থৎ ৭ জুন ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের মহিষারভাগাড় এলাকায় হিন্দু পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলিকে (৭০) কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।

এমকে/ এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission