• ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১
logo

জাবিতে সংঘবদ্ধ ধর্ষণের মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

জাবি প্রতিনিধি, আরটিভি নিউজ

  ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:১৬
ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘবদ্ধ ধর্ষণের মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত পলাতক মামুনুর রশিদকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে সংস্থাটি।

র‍্যাব জানায়, রাজধানীর ফার্মগেট এলাকা থেকে অভিযুক্ত মামুনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সঙ্গে ধর্ষণে সহায়তাকারী হিসেবে অভিযুক্ত মো. মুরাদকে নওগাঁ থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ৩ ফেব্রুয়ারি রাতে স্বামীকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন হলের একটি কক্ষে আটকে তার স্ত্রীকে পাশের জঙ্গলে ধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠে। এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে মূল অভিযুক্তসহ ৪ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

পরের দিন ৪ ফেব্রুয়ারি সিন্ডিকেট সভায় ৬ শিক্ষার্থীর সনদ স্থগিত করা হয়েছে। এরমধ্যে তিনজনকে সাময়িক বহিষ্কারও করা হয়েছে। একই সঙ্গে ঘটনার তদন্তে চার সদস্যদের কমিটি গঠন করা হয়েছে। ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

সনদ স্থগিত হওয়া শিক্ষার্থীরা হলেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ছাত্র ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান, একই বিভাগের মুরাদ হোসেন, শাহ পরান, মোস্তফা মনোয়ার সিদ্দিকী, মো. হাসানুজ্জামান ও এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সাব্বির হাসান। পাশাপাশি মুরাদ, সাব্বির ও মোস্তফা মনোয়ার সিদ্দিকীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জাকসু নির্বাচন উপলক্ষে ‘পরিবেশ পরিষদ’ গঠন
বদলে যাচ্ছে পুলিশ, র‌্যাব ও আনসারের পোশাক 
জাবি ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ
র‌্যাব নিয়ে যেসব সুপারিশ করল পুলিশ সংস্কার কমিশন