মেয়র আনিসুল হকের কাছে আমি ব্যক্তিগতভাবে ঋণী।অকপটে স্বীকার করলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার দুপুরে বনানীর ২৩ নম্বর রোডের নিজ বাসায় মেয়র আনিসুল হকের মরদেহ আসার পর স্মৃতিচারণ করতে গিয়ে তোফায়েল আহমেদ এসব কথা বলেন।
তোফায়েল বলেন, রাজনৈতিক কারণে বিভিন্ন সময় আমি জেলে ছিলাম। তখন মেয়র আনিস আমার পরিবারের খোঁজখবর রেখেছেন। নানাভাবে সহায়তা করেছেন।
তিনি বলেন, সকল কর্মকাণ্ডে আনিসুল হক ছিলেন যোগ্য। টিভি উপস্থাপক থেকে ব্যবসা সব বিষয়ে তার সুনাম ও দক্ষতা দেশবাসীকে তিনি দেখিয়ে গেছেন।
আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, যখন মেয়র আনিসুল ১৯৯৬ সালে রাজনৈতিক বিষয় নিয়ে টকশো করতেন, সে সময় আমাদের ডাকা হতো। কতো যে প্রশ্ন তিনি করতেন। এরপর তিনি ব্যবসায়ী হিসেবে তার সফলতা দেখিয়েছেন। ব্যবসায়ীদের সকল সংগঠনে তিনি দায়িত্ব পালন করেছেন। তারপর মেয়র হিসেবে যখন দায়িত্ব নিলেন, সে সময় গাড়িতে নিয়ে ঘুরে দেখাতেন আমাকে, কিভাবে কাজ করতেন তার বর্ণনা দিতেন। মেয়র ছাড়াও তার ওপর বিভিন্ন সময়ে যেসব দায়িত্ব এসেছে, তা তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মেয়র আনিসুল হক।
এমকে