• ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
logo

আনার হত্যা

জিহাদ ও সিয়ামের ফের ১৪ দিনের জেল হেফাজত

আরটিভি নিউজ

  ০৫ জুলাই ২০২৪, ২১:২৯
সংগৃহীত ছবি

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যা মামলায় গ্রেপ্তার আসামি জিহাদ হাওলাদার ও সিয়াম হোসেনকে ফের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (৫ জুলাই) বারাসাত জেলা ও দায়রা আদালতের প্রধান বিচারপতি শুভঙ্কর বিশ্বাস এই নির্দেশ দেন।

জিহাদ ও সিয়াম দমদমের কেন্দ্রীয় কারাগারে রয়েছেন। সেখান থেকে ভিডিও কনফারেন্সে আসামিদের বক্তব্য শোনেন এবং পরবর্তী হাজিরার দিন ধার্য করেন বিচারক। আগামী ১৯ জুলাই ফের তাদের আদালতে তোলা হবে।

এ ব্যাপারে বারাসাত আদালতের আইনজীবী আসলামুজ্জামান সাহেব বলেন, ‘শুক্রবার সিজেএম আদালত অভিযুক্তদের বক্তব্য শোনেন এবং তাদের জামিনের আবেদন খারিজ করে দেন। মহামান্য আদালত আগামী ১৯ জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন।’

তিনি জানান, জিহাদ ও সিয়ামের গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে আদালতে। ফিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতেই এই গোপন জবানবন্দি দেন দুই অভিযুক্ত। আপাতত সেই জবানবন্দি সিলবন্ধ খামেই রয়েছে।

আসলামুজ্জামান সাহেব জানান, এই খুনের মামলায় সাক্ষী হিসেবে পিন্টু দাস এবং সঞ্জয় লোহিয়া নামে দুই ব্যক্তির বক্তব্য রেকর্ড করা হয়েছে। ভারতীয় দণ্ডবিধির ১৬১ ধারায় তারা জবানবন্দি দিয়েছেন। বক্তব্যে তারা দুজনই জানিয়েছে জিহাদকে যে ব্যক্তি ভারতের মুম্বাই থেকে নিয়ে এসেছিল তাকে তারা শনাক্ত করতে পেরেছেন। শুধু তাই নয়; এই দুই সাক্ষী কারাগারে গিয়ে অভিযুক্ত জিহাদকেও শনাক্ত করেছেন।

গত ২৩ মে পশ্চিমবঙ্গের বনগাঁ থেকে জিহাদকে ও গত ৭ জুন সিয়ামকে গ্রেপ্তার করে সিআইডি। গত ১৩ মে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক আখতারুজ্জামান শাহীনের নির্দেশে নিউটাউনের সঞ্জীভা গার্ডেনে এমপি আনারকে খুন করা হয় বলে অভিযোগ আছে।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আনিসুল-সাধনসহ ৮ জন আবারও রিমান্ডে
৪৯ প্রভাবশালীকে আদালতে তোলা হচ্ছে আজ
চাঁদপুর শহরে অস্ত্র নিয়ে কিশোর গ্যাংয়ের মহড়া, আটক ৮
ইভ্যালির রাসেল ও শামীমার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা