• ঢাকা বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১
logo

কোটাবিরোধী আন্দোলনে যানবাহন বন্ধ, হেঁটে গন্তব্যে যাচ্ছে মানুষ

আরটিভি নিউজ

  ১০ জুলাই ২০২৪, ১৫:০৩
ছবি: সংগৃহীত

সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে অবরোধ করেছে শিক্ষার্থীরা। এ আন্দোলনের কারণে রাজধানীর বেশিরভাগ এলাকায় যান চলাচল বন্ধ থাকায় তীব্র গরমে হেঁটেই গন্তব্যে যাচ্ছেন সাধারণ মানুষ।

বুধবার (১০ জুলাই) সরেজমিন ঘুরে দেখা গেছে, রাজধানীর পল্টন, গুলিস্তান জিরো পয়েন্ট, শাহবাগ, সায়েন্সল্যাব, কারওয়ান বাজার এবং আগারগাঁওয়ে আশপাশের সড়কে ২ ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

রাজধানীতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নারী-শিশুসহ গুলিস্তান ও আশপাশে আসা ব্যবসায়ীরা। এ সময় মালামাল মাথায় করে হেঁটে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে তাদের।

পল্টন থেকে এক ব্যবসায়ী জানান, বাস বন্ধ হয়ে গেছে। সিএনজি চালিত অটোরিকশাও পাওয়া যাচ্ছে না। রিকশা এত দূর যাবে না। তাই মালামালা মাথায় নিয়েই গন্তব্যে যাচ্ছি।

এদিকে আরেক নারী ভুক্তভোগী জানান, অবরোধের কথা জানতেন না তিনি। মালিবাগ থেকে রিকশা কাকরাইল নেমে যেতে হয়েছে। এরপর কোনো গাড়ি পাচ্ছি না। বাচ্চা হেঁটে হেঁটে নিয়ে এদিকে এসেছি। আবার বাসায় কীভাবে ফিরবো সেটা ভাবছি।

কোটাবিরোধী আন্দোলনে ঘোষিত এক দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আজ সারাদেশে সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাবিতে শিক্ষার্থীদের অনশন, সেমিস্টার পদ্ধতি বাতিলের দাবি
শনিবার পর্যন্ত কর্মসূচি স্থগিত, সায়েন্সল্যাব ছাড়লেন ৭ কলেজের শিক্ষার্থীরা  
সাবেক ডিসি জসিমকে কারাগারে পাঠালেন ট্রাইব্যুনাল
সাবেক কৃষিমন্ত্রী শহীদ ৪ দিনের রিমান্ডে