• ঢাকা মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪, ২ আশ্বিন ১৪৩১
logo

অবসরে যেতে ডিএসসিসির প্রধান প্রকৌশলীর আবেদন

আরটিভি নিউজ

  ১৩ আগস্ট ২০২৪, ২১:৫৮
ফাইল ছবি।

স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আশিকুর রহমান।

মঙ্গলবার (১৩ আগস্ট) ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে এই আবেদন করেন তিনি।

মেয়র দেশে না থাকার কারণে আবেদনের বিষয়টি মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে জানানো হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

ঢাকা দক্ষিণ সিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান বলেন, তিনি স্বেচ্ছায় অবসরে যেতে আবেদন করেছেন। বিষয়টি যেহেতু জরুরি, তাই মেয়র দেশে না থাকায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজই মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন।

এদিকে আজ সকাল সাড়ে ৯টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের দোতলায় সংস্থার প্রধান নির্বাহীর দপ্তরের সামনে বিক্ষোভ শুরু করেন কয়েকশ’ কর্মকর্তা ও কর্মচারী। একপর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলীকে অপসারণ করতে তারা প্রধান নির্বাহী কর্মকর্তাকে লিখিত চিঠি দিয়ে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন। এর কিছুক্ষণ পরই জানা যায়, প্রধান নির্বাহী কর্মকর্তা স্বেচ্ছায় অবসর গ্রহণের জন্য আবেদন করেছেন।

মন্তব্য করুন

Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাকরি দেবে এসিআই, থাকবে বিদেশ ভ্রমণের সুযোগ
জনবল নিয়োগ দেবে দারাজ, অভিজ্ঞতা ছাড়াই আবেদনের সুযোগ
এসএসসি পাসে নৌবাহিনীতে চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে জ্যোতির ৭ দিনের রিমান্ড আবেদন