• ঢাকা মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১
logo

পিএসসির সচিব ওএসডি, সমাজকল্যাণের সচিবকে বাধ্যতামূলক অবসর

আরটিভি নিউজ

  ২২ অক্টোবর ২০২৪, ১৮:১৬
ফাইল ছবি

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করেছে অন্তর্বর্তী সরকার। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনকে সরকারি চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (২২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) ড. সানোয়ার জাহান ভূঁইয়াকে সচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতির পর তাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিবালয়ের সচিব করা হয়েছে।

পৃথক প্রজ্ঞাপনে বলা হয়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ইসমাইল হোসেনের চাকরির সময় পঁচিশ বছর পূর্ণ হয়েছে এবং যেহেতু সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করে। সেহেতু, সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৪৫ ধারার প্রদত্ত ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি অবসর দেওয়া হয়েছে।

তবে বিধি অনুসারে, তাকে অবসরজনিত সব সুযোগ-সুবিধা দেওয়া হবে বলেও এতে জানানো হয়।

আরটিভি/একে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিন বিসিএস নিয়ে পিএসসির কঠিন সিদ্ধান্ত
৪৬তম বিসিএসের ফল পুনরায় দেওয়ার সিদ্ধান্ত
৩ মাসে ৮০ কর্মকর্তাকে ওএসডি, ১০১ জনের চুক্তি বাতিল
স্বাস্থ্য অধিদপ্তরে বড় রদবদল, তিন জনকে ওএসডি