• ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
logo

সচিবালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ধাওয়ায় ছত্রভঙ্গ শিক্ষার্থীরা

আরটিভি নিউজ

  ২৩ অক্টোবর ২০২৪, ১৬:২৫
ছবি: সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ত্রুটি সংশোধনের দাবিতে বিক্ষোভরত শিক্ষার্থীদের সচিবালয় থেকে ছত্রভঙ্গ করেছে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা।

প্রথমে তাদের সরে যেতে অনুরোধ করেছিল পুলিশ ও সেনাসদস্যরা। কথা না শুনে বিশৃঙ্খলা শুরু করায় তাদের ধাওয়া দেয় দুই বাহিনী। এরপর যে যার মতো পালিয়ে যান।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সরেজমিনে ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এর আগে, বিকেল ৩টায় ফলাফল বাতিল ও পুনরায় মূল্যায়নের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন শতাধিক শিক্ষার্থী। পরবর্তীতে ৬ নম্বর ভবনের সামনে বিক্ষোভরত শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

এমন পরিস্থিতিতে সচিবালয়ে দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ করে স্লোগান বন্ধ ও শান্তিপূর্ণ আলোচনার আহ্বান জানান। কিন্তু শিক্ষার্থীরা কথা না শোনায় শেষ পর্যন্ত তাদের ধাওয়া দেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

পরে শিক্ষার্থীদের সঙ্গে কথা হলে তারা বলেন, আমরা সমতার ভিত্তিতে ফলাফল চাই। বোর্ড থেকে কাউকে ভালো ফলাফল দেওয়া হয়েছে আর কাউকে কম। অথচ আমরা ভালো লিখেছি। আমরা চাই দ্রুত সময়ে এ ফলাফল বাতিল করে বঞ্চিতদের পুনরায় মূল্যায়ন করা হোক।

আরটিভি/একে/এসএ

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়: প্রেস সচিব
বাংলাদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দেবে পাকিস্তান
৯৯ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দিলো ঢাবি
সাত কলেজের অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা