বায়রার নির্বাচন হাইকোর্টে স্থগিত
জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির (বায়রা) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল স্থগিত করে আদেশ দিয়েছেন হাইকোর্ট।
সংস্থাটির সদস্য খন্দকার আবু আশফাকের দায়ের করা এক রিট পিটিশনের প্রাথমিক শুনানি শেষে মঙ্গলবার (৫ নভেম্বর) বিচারপতি ফাহমিদা কাদের চৌধুরী এবং বিচারপতি মোবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, গাজী কামরুল ইসলাম সজল ও মোহাম্মদ সিদ্দিক উল্লাহ মিয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ।
আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, গত ২৪ অক্টোবর বায়রার কার্যনির্বাহী কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করে। আগামী ১০ ডিসেম্বর নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এই তফসিল ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট।
আইনজীবী সিদ্দিক উল্লাহ মিয়া জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন বিধিমালা, ১৯৯৪ এর ১৪ বিধি অনুসারে বিদ্যমান কার্যনির্বাহী কমিটি পরবর্তী কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের অন্তত ৯০ দিন আগে নির্বাচনী বোর্ড ও ৩ সদস্যের একটি নির্বাচনী আপিল বোর্ড গঠন করার কথা। তা না করেই গত ২৪ অক্টোবর তফসিল ঘোষণা করে বায়রা। এই তফসিল চ্যালেঞ্জ করে হাইকোর্ট রিট করেন বায়রার সদস্য ও খন্দকার রিক্রুটিং এজেন্সির মালিক খন্দকার আবু আশফাক। শুনানির পর বায়রার নির্বাচন স্থগিত করেন উচ্চ আদালত।
আরটিভি/এমএ-টি
মন্তব্য করুন