গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ

আরটিভি নিউজ

সোমবার, ১১ নভেম্বর ২০২৪ , ০৪:৫৯ এএম


গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে আসিফ মাহমুদ
ছবি : সংগৃহীত

নতুন তিন উপদেষ্টা শপথ গ্রহণের পর অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যদের মধ্যে দায়িত্ব পুর্নবণ্টন করা হয়েছে। এতে নতুন আরেকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ।

রোববার (১০ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বিজ্ঞাপন

জানা যায়, রোববার নতুন তিন উপদেষ্টার শপথ গ্রহণের পর মন্ত্রণালয় পুনর্বন্টন করে সরকার। এতে নতুন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আসিফ।

অবশ্য তার হাতে থাকা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম. সাখাওয়াত হোসেনকে।

ফলে, এখন থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন আসিফ মাহমুদ। 

এদিকে, নতুন করে শপথ নেওয়া মোস্তফা সরওয়ার ফারুকীকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। এতদিন এই দায়িত্ব পালন করে আসছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বিজ্ঞাপন

আর সেখ বশির উদ্দিন পেয়েছেন বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব। তবে মাহফুজ আলমকে কোনো দপ্তর দেওয়া হয়নি।

এ ছাড়া নতুন করে মন্ত্রণালয় পেয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তরে সংযুক্ত থাকা আলী ইমাম মজুমদার। তাকে খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আর উপদেষ্টা হাসান আরিফকে ভূমি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

আরটিভি/একে
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.