• ঢাকা শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১
logo

দুর্নীতিবাজ ঠিকাদারদের সুযোগ দেওয়া হবে না: পরিবেশ উপদেষ্টা

আরটিভি নিউজ

  ১২ নভেম্বর ২০২৪, ১৪:১৮

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রকল্প দেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই দুর্নীতিবাজ ঠিকাদারদের সুযোগ দেওয়া হবে না।

মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

পরিবেশ উপদেষ্টা বলেন, এখন থেকে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণ এবং প্রশাসনকে অবহিত করা হবে। প্রকল্প দেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই দুর্নীতিবাজ ঠিকাদার সুযোগ পাবেন না।

এ ছাড়াও শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ছোট-বড় যেকোনো প্রকল্প রাজনীতিমুক্ত, দলীয়মুক্ত ও সিন্ডিকেট মুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে প্রকল্প প্রণয়নে যাতে, কোনো দুর্নীতি না হয়, এমন নীতি প্রণয়ন করে এ ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এআর-টি

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিবেশ রক্ষায় সবাইকে কাজ করতে হবে: পরিবেশ উপদেষ্টা
পান্থকুঞ্জ ও আনোয়ারা পার্ক নিয়ে নতুন করে ভাবা হচ্ছে: পরিবেশ উপদেষ্টা
বিপাকে ২৫টি গ্রাম, ৭ কোটির ব্রিজ রেখে চম্পট ঠিকাদার!  
ঠিকাদারকে প্রকাশ্যে চড় মারলেন এসিল্যান্ড