দুর্নীতিবাজ ঠিকাদারদের সুযোগ দেওয়া হবে না: পরিবেশ উপদেষ্টা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ , ০২:১৮ পিএম


দুর্নীতিবাজ ঠিকাদারদের সুযোগ দেওয়া হবে না: পরিবেশ উপদেষ্টা

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, প্রকল্প দেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই দুর্নীতিবাজ ঠিকাদারদের সুযোগ দেওয়া হবে না।

মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

পরিবেশ উপদেষ্টা বলেন, এখন থেকে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় জনগণ এবং প্রশাসনকে অবহিত করা হবে। প্রকল্প দেওয়ার ক্ষেত্রে কোনোভাবেই দুর্নীতিবাজ ঠিকাদার সুযোগ পাবেন না। 

এ ছাড়াও শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেছেন, ছোট-বড় যেকোনো প্রকল্প রাজনীতিমুক্ত, দলীয়মুক্ত ও সিন্ডিকেট মুক্ত করা হবে। স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ভবিষ্যতে প্রকল্প প্রণয়নে যাতে, কোনো দুর্নীতি না হয়, এমন নীতি প্রণয়ন করে এ ক্ষেত্রে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

আরটিভি/এআর-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.