গণমাধ্যমের ওপর সরকারের কোনো চাপ নেই: তথ্য উপদেষ্টা

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪ , ০৬:৫৩ পিএম


উপদেষ্টা নাহিদ
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমের ওপর সরকারের কোনও চাপ নেই। এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে গণমাধ্যমকে সাহসের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে। জুলাই অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, গুজব ও অপতথ্য ছড়াচ্ছে তা প্রতিরোধে গণমাধ্যমকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সঙ্গে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

নাহিদ ইসলাম বলেন, ষড়যন্ত্র হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও আন্তর্জাতিক মিডিয়াতেও অভ্যুত্থান এবং সরকারকে নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। পাশের দেশের মিডিয়া গুলোতে অপপ্রচার চালানো হচ্ছে। এমনকি দেশের বিভিন্ন মিডিয়াতেও অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এই অপপ্রচারকে কাউন্টার দেওয়ার জন্য এবং প্রকৃত সত্য তুলে ধরার জন্য গণমাধ্যমসহ সবাইকে একসঙ্গে কাজ করতে আহ্বান জানান উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে যারা শহীদ ও আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের গল্প গণমাধ্যমে প্রচার করতে হবে। আন্দোলনে শহীদ ও আহতদের জনস্মৃতিতে রাখতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সাইবার সিকিউরিটি আইনের মতো অন্য আইনও পর্যালোচনা করার যৌক্তিকতা তুলে ধরে তথ্য উপদেষ্টা নাহিদ বলেন, সচিবালয়ে যাদের কার্ড বাতিল হয়েছে তাদের বিষয়ে কোনো ভুল হলে পুনর্মূল্যায়ন করা হবে।

তবে তিনি মালিকদের আহ্বান জানান, সংবাদকর্মীদের বকেয়া বেতন ভাতা যথা সময়ে মিটিয়ে দেওয়ার।

বিজ্ঞাপন

সভায় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ এবং দৈনিক পত্রিকার সম্পাদক ও প্রতিনিধিরা।

আরটিভি/এএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission | powered by TechnoNext Software Limited.