নির্বাচিত সরকারের জন্য ফুটপ্রিন্ট রেখে যাওয়া হচ্ছে ব্যাংক খাতে: অর্থ উপদেষ্টা

আরটিভি নিউজ

বুধবার, ১৩ নভেম্বর ২০২৪ , ০১:৩৩ পিএম


নির্বাচিত সরকারের জন্য ফুটপ্রিন্ট রেখে যাওয়া হচ্ছে ব্যাংকখাতে: অর্থ উপদেষ্টা
ফাইল ছবি

পরবর্তী নির্বাচিত সরকারের জন্য দেশের ব্যাংক খাতে একটা ফুটপ্রিন্ট রেখে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিজ্ঞাপন

তিনি বলেছেন, ব্যাংক খাতে আমরা একটি ফুটপ্রিন্ট রেখে যাচ্ছি। যেটার ওপর দিয়ে পরবর্তী সরকার হাঁটবে। মূলত ব্যাংক খাতে অন্তর্বর্তী সরকার শর্টটার্ম (স্বল্পমেয়াদী) সংস্কার করছে, তবে আগামীতে নির্বাচিত সরকার লংটার্ম (দীর্ঘমেয়াদী) সংস্কার করবে।

বুধবার (১৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবনে পিকেএসএফ দিবস-২০২৪ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন উপদেষ্টা।

বিজ্ঞাপন

বর্তমান সরকার তার কাজের মাধ্যমে এগিয়ে যাবে জানিয়ে ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, বিদেশি ও দ্বিপাক্ষিক সংস্থা সবাই সহযোগিতার হাত বাড়িয়েছে। আমাদের ক্যাপাসিটি আছে, সৃজনশীলতা আছে। আমরা এগিয়ে যাব।

পিকেএসএফকে একটি বিশ্বমানের সংস্থা উল্লেখ করে তিনি বলেন, শুধু ঋণ দেওয়া না, প্রতিষ্ঠানগুলোকে উন্নত করতে কাজ করেছে পিকেএসএফ। এর গ্রহণযোগ্যতা দাতা সংস্থাদের কাছে অনেক বেশি।

অর্থ উপদেষ্টা আরও বলেন, দেশে ভালো প্রতিষ্ঠানের অনেক অভাব। সততার অভাব রয়েছে। প্রতিষ্ঠান ভালো না হলে, যতই প্রজেক্ট করা হোক না কেন, সেটার বাস্তবায়ন হয় না।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম-টি
 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission