• ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১
logo

অন্তর্বর্তী সরকার সবকিছুর পরিবর্তন করবে, সেটা সম্ভব নয়: শিল্প উপদেষ্টা

আরটিভি নিউজ

  ১৬ নভেম্বর ২০২৪, ০৩:৫২
অন্তর্বর্তী সরকার সবকিছুর পরিবর্তন করবে, সেটা সম্ভব নয়: শিল্প উপদেষ্টা
ছবি: সংগৃহীত

বর্তমান অন্তর্বর্তী সরকার সবকিছুর পরিবর্তন করবে, সেটা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শুক্রবার (১৫ নভেম্বর) বিকেলে নাটোরের নর্থ বেঙ্গল সুগার মিলের ২০২৪-২৫ মৌসুমের আখ মাড়াইয়ের উদ্বোধন অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি।

শিল্প উপদেষ্টা বলেন, বর্তমান সরকার সবকিছুর পরিবর্তন করবে, সেটা সম্ভব নয়। সরকারের উদ্দেশ্য হলো নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করা। এরপর নতুন সরকার সব কাজকে এগিয়ে নেবে।

আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশের বন্ধ চিনি কলগুলোর মধ্যে অন্তত একটি চিনি কল হলেও চালু করা। এ সরকারের লক্ষ্য দেশে চিনির উৎপাদন বাড়িয়ে আমদানি কমিয়ে আনা। দেশে চিনি কলগুলো আবারও সচল করা। এ কারণে এরই মধ্যে ১২০ কোটি টাকা আখের মূল্য পরিশোধের জন্য দেওয়া হয়েছে।

বাংলাদেশের পিছিয়ে পড়া এলাকাগুলোতে সবার জীবন উন্নয়নের জন্য সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান ড. লিপিকা ভদ্র’র সভাপতিত্বে আরও বক্তব্য দেন শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা, নাটোরের জেলা প্রশাসক মিজ আসমা শাহীন, পুলিশ সুপার মারুফাত হোসাইন প্রমুখ।

আরটিভি/এসএইচএম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • বাংলাদেশ এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকারের প্রতি বিশ্বব্যাংকের সমর্থন পুনর্ব্যক্ত
বড় বড় কোম্পানি বাংলাদেশে ইনভেস্ট করতে চায়: প্রেস সচিব
অপপ্রচারে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা, সিদ্ধান্ত বাতিল মাউশির
নির্বাচনী আচরণবিধিতে যেসব পরিবর্তন আসছে