শেখ হাসিনা পালিয়েছে জানার পর যে অনুভূতি হয়েছিল, জানালেন ড. ইউনূস

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪ , ০৬:৪২ এএম


শেখ হাসিনা পালিয়েছে জানার পর যে অনুভূতি হয়েছিল, জানালেন ড. ইউনূস
ফাইল ছবি

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্প্রতি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে নিজের ওই সময়ের অনুভূতির কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বিজ্ঞাপন

সংবাদমাধ্যমটি ড. ইউনূসের দেওয়া প্রায় আধা ঘণ্টার একটি ভিডিও প্রকাশ করেছে। এতে সাক্ষাৎকারগ্রহণকারী সাংবাদিক প্রশ্ন করেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আপনার অনুভূতি কেমন হয়েছিল? তিনি অবাক হয়েছিলেন কিনা?

জবাবে ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘এটি খুব দ্রুত ঘটেছিল বলে সবাই অবাক হয়েছিল। কেউ ভাবেনি শেখ হাসিনা পালিয়ে যাবেন। কারণ, তিনি খুবই সুরক্ষিত ছিলেন। শিক্ষার্থীদের সঙ্গে দেশের সব সাধারণ মানুষ যোগ দিয়েছে। পুরো দেশ থেকে বিশাল পরিমাণ মানুষ জড়ো হয়ে ঢাকার দিকে আসছিল। তার বাড়ির দিকে আসছিল। এ রকম বিষয় কেউ শোনেনি, এ পরিস্থিতির জন্য তারা প্রশিক্ষিত ছিল না। কেউ জানত না এটি হবে। তবে এমন কিছু হওয়ার আশা ছিল। কেননা, পুরো দেশ শেখ হাসিনার বিরুদ্ধে ছিল।’

বিজ্ঞাপন

‘না পুরো দেশ তার বিরুদ্ধে ছিল না। অনেক মানুষ তার পক্ষে আছে’, ড. ইউনূসকে থামিয়ে এ কথা বলেন প্রশ্নকারী।

জবাবে মুহাম্মদ ইউনূস বলেন, অবশ্যই পুরো দেশ শেখ হাসিনার বিরুদ্ধে ছিল। যারা তার পক্ষে ছিল তাদের সংখ্যা খুবই কম। তাদের অনেক ক্ষমতা ছিল। এভাবেই কিছু অল্প সংখ্যক মানুষকে নিয়ে তারা দেশ শাসন করেছে। আমি বোঝাচ্ছি পুরো দেশই তার বিরুদ্ধে ছিল।

আরটিভি/এসএপি-টি

বিজ্ঞাপন


 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission